শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ১০ জুন, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাজাহানপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আ.লীগ নেতারা!

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি : [২] বগুড়ার শাজাহানপুরে প্রকাশ্যে দিবালোকে সংঘটিত তিনটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান আসামী আওয়ামী লীগের দুই নেতা ও এক কর্মী।

[৪] বুধবার [(১০ জুন) শাজাহানপুর থানা সূত্রে এসব তথ্য জানা যায়।

[৫] জানা গেছে, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মিস্টার (৩২) কে ৫ জুন প্রকাশ্যে দিবালোকে উপজেলার শাকপালা বাসষ্ট্যন্ডে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৬ জুন শাজাহানপুর থানায় নিহত মিস্টারের পিতা আরমান আলী বাদী হয়ে জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখকে প্রধান আসামি করে ১২ জনের নামে হত্যা মামলা দায়ের করে।

মামলাটি তদন্ত করছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ আসলাম আলী।

[৬] গত ৪ এপ্রিল উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামে দিনে দুপুরে ইউসুফ আলীর পুত্র আবু বক্কর সিদ্দিক (২৭)কে খুন করা হয়। এ ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা টিপু সুলতানকে প্রধান আসামি করে ১২ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়।

[৭] এরপর ২০১৯ সালের ২৮ ডিসেম্বর উপজেলার আমরুল ইউনিয়নের রাজারামপুর গ্রামে লুৎফর রহমানের পুত্র আলমগীর হোসেন (৩৩) নৃশংসভাবে খুন হলে, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলকার নাইমকে প্রধান আসামি করে ২০ জনের নামে হত্যা মামলা দায়ের হয়।

[৮] এভাবে একের পর এক সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতারা জড়িত বলে মামলাগুলোতে উল্লেখ করা হয়েছে। তবে, আজ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কেউ। তারা সকলেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

[৯] এদিকে, হত্যা মামলার তদন্তে দায়িত্বে থাকা কর্মকর্তা জেলা পুলিশ গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, ফিরোজ নামে এক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

[১০] টিপু সুলতান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রী সুশান্ত কুমার জানান, আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

[১১] হত্যা মামলার তদন্তে থাকা আরেক কর্মকর্তা এসআই ওবায়দুল্লাহ আল মামুন জানান, প্রধান আসামি জুলকার নাইম বাদে অন্যসব আসামিরা জামিনে রয়েছে। তবে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

তবে একাধিক সূত্র জানায়, এসব মামলার প্রধান আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

[১২] জেলা পুলিশের তথ্য অনুযায়ী নিহত নেতা মিষ্টার ৪টি খুন’সহ ৯টি মামলার আসামি এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। আর দীর্ঘদিন পেরিয়ে গেলেও এসব মামলার প্রধান আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। সম্পদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়