শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ১০ জুন, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমপি পাপুলের অপরাধের প্রমাণ কুয়েত সিআইডির হাতে

ডেস্ক রিপোর্ট :[২] মঙ্গলবার কুয়েতের ইংরেজি দৈনিক 'আরব টাইমস' এ খবর দিয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, চাকরির নামে পাপুলের কাছে প্রতারণার শিকার হয়েছেন এমন সাতজনের সাক্ষ্যও গ্রহণ করেছে কুয়েতের অপরাধ তদন্ত সংস্থা। তাদের সাক্ষ্য থেকে প্রায় ২০ হাজারের বেশি অদক্ষ শ্রমিককে চাকরি দেয়ার নামে বাংলাদেশ থেকে কুয়েতে নিয়ে আসার প্রমাণ পাওয়া যাচ্ছে। সমকাল, ইত্তেফাক

[৩] এদিকে কুয়েতের আরবি দৈনিক আল রাই জানিয়েছে, পাপুলের বিরুদ্ধে বিপুল অর্থ যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে পাচারের তথ্যও এসেছে গোয়েন্দা সংস্থার হাতে। এ কারণেই নিবিড় তদন্তের স্বার্থে পাপুলকে তদন্তকালীন পুরো সময় আটক রাখার ব্যাপারে অবস্থান নিয়েছে গোয়েন্দা সংস্থা।

[৪] পাপুলের মাধ্যমে কুয়েত যাওয়া নিয়ে প্রতারণার শিকার প্রবাসীরা ফেসবুকে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তারা দেশেও এমপি পাপুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন। প্রবাসী সূত্রগুলো জানায়, কুয়েতে পাপুলের মালিকানাধীন ছয়টি কোম্পানি রয়েছে। তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে এসব কোম্পানি বাজেয়াপ্ত হতে পারে। তার বলছেন, অবৈধ সম্পদ রক্ষার জন্যই পাপুলের দরকার ছিল কূটনৈতিক পাসপোর্টের।

[৫] একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, পাপুলকে গ্রেপ্তারের কারণ এবং তার অবস্থান জানতে চেয়ে কুয়েত পররাষ্ট্র মন্ত্রণালয়কে কুয়েতে বাংলাদেশ দূতাবাস থেকে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এক ভিডিও কনফারেন্সে সাংবাদিকরা এমপি পাপুলের কুয়েতে গ্রেপ্তারের ব্যাপারে তথ্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, এমপি পাপুলের বিষয়ে কুয়েত সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

[৬] কুয়েতের গণমাধ্যমে পাপুল :কুয়েতের অন্যতম প্রভাবশালী দৈনিক আরব টাইমসে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অপরাধ তদন্ত সংস্থার হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি আইনপ্রণেতার বিরুদ্ধে শুধু অর্থ ও মানব পাচার নয়, তার প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে বিপুলসংখ্যক কর্মীর সঙ্গে প্রতারণার তদন্তও চলছে। এখন পর্যন্ত সাতজন কর্মী তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এবং সুনির্দিষ্ট অভিযোগ করেছেন।

[৭] এই সাতজন জানান, তাদের মতো বাংলাদেশিদের কুয়েতে ভালো চাকরি দেওয়ার কথা বলে জনপ্রতি আড়াই থেকে তিন হাজার কুয়েতি দিনার (ছয় লাখ ৯০ থেকে আট লাখ ২৮ হাজার টাকা) নিয়েছেন এমপি পাপুল। নিয়ে যাওয়ার পর তাদের স্থায়ী চাকরি দেওয়া হয়নি। কাজের জন্য অনুমতি বা 'আকামা'ও দেয়া হয়নি। বরং এই কর্মীদের জোর করে তার কোম্পানিতে বিনা বেতনে কাজ করতে বাধ্য করা হতো। আবার ভিসা নবায়নের জন্য আলাদাভাবে অর্থ আদায় করতেন তিনি। এভাবে কর্মীদের শোষণ করেছেন তিনি। এ ধরনের শোষণ কিংবা প্রতারণার অর্থ পাচার ও মানব পাচারের ব্যাপারেও তদন্ত সংস্থা যথেষ্ট প্রমাণ পেয়েছে।

[৮] কুয়েতের আরবি দৈনিক আল রাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, 'বাংলাদেশি ধনাঢ্য ব্যক্তি' পাপুল কুয়েতে চাকরি দেয়ার নামে প্রতারণার মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ কোটি কুয়েতি দিনার (এক হাজার ৫১৮ কোটি টাকা) হাতিয়ে নিয়েছেন বলে অপরাধ তদন্ত সংস্থা তথ্য পেয়েছে। এই অর্থের একটা বড় অংশ তিনি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে পাচার করেছেন বলেও অপরাধ তদন্ত সংস্থার কাছে তথ্য এসেছে। পাপুলকে আটকের পর এ বিষয়টি নিয়েই নিবিড় তদন্ত চলছে। এই প্রতিবেদনে আরও বলা হয়, তার বিরুদ্ধে কর্মকর্তাদের বিলাসবহুল গাড়ি ঘুষ দেওয়ার অভিযোগের তদন্তও চলছে।

[৯] কুয়েতে পাপুলের সাম্রাজ্য :কুয়েতে প্রবাসীদের সূত্রে জানা যায়, সেখানে এমপি পাপুলের মালিকানাধীন ছয়টি কোম্পানি রয়েছে। এগুলো হচ্ছে- মারাফিয়া কুয়েতিয়া গ্রুপ, মারাফিয়া কুয়েতিয়া প্রজেক্ট ম্যানেজমেন্ট, মারাফিয়া কুয়েতিয়া ট্রেডিং অ্যান্ড কনট্রাকটিং, মারাফিয়া সিটি লিংকস ট্রাভেল এজেন্ট, মারাফিয়া সিকিউরিটি অ্যান্ড আইটি সল্যুউশনস এবং মারাফিয়া ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ।

[১০] ১৯৯৩ সালে একটি কোম্পানির কনভারজেন্সি সুপারভাইজার হিসেবে চাকরি শুরু করা পাপুল ১৯৯৮ সালে নিজের ক্লিনিং ব্যবসা শুরু করেন। পরে এর নাম দেন মারফিয়া কুয়েতিয়া। তবে তার অর্থ উপার্জনের সব পথ বৈধ ছিল না। বিশেষ করে তার প্রতিষ্ঠানে অবৈধভাবে বিনা বেতনে লোক খাটানোসহ মানি এক্সচেঞ্জ ব্যবসায় অবৈধ উপায়ের কিছু ঘটনা প্রকাশ পেতে শুরু করলে তিনি এক পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠার জন্য তৎপর হয়ে ওঠেন।

[১১] সূত্র জানায়, অবৈধ সম্পদ রক্ষার জন্যই তার দরকার হয় একটি কূটনৈতিক পাসপোর্টের। এমপি পাপুল ওয়ার্ক পারমিট নিয়েই কুয়েতে ব্যবসা পরিচালনা করছিলেন। তিনি কুয়েতের স্থায়ী নাগরিকত্ব নেননি। এ কারণে বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারী হলে তিনি কুয়েতে 'ডিপ্লোম্যাটিক সুবিধা' পাবেন, এ চিন্তা থেকেই মূলত তিনি যে কোনো মূল্যে এমপি হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। এ কারণেই তিনি বাংলাদেশে জামায়াত নেতাদের মালিকানাধীন 'দিগন্ত টিভি'র অন্যতম পরিচালক হয়েও একাদশ জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের একটা বড় অংশের সমর্থন পান। তবে তিনি নির্বাচন করেন স্বতন্ত্র হিসেবে।

[১২] সূত্র জানায়, প্রতারণার জন্য কুয়েতের রাজকীয় আইন বেশ কঠোর। এ অপরাধ প্রমাণিত হলে তার কোম্পানিও জব্দ করা হতে পারে। পাপুলের এ ধরনের কর্মকাণ্ড প্রবাসে বৈধভাবে বিনিয়োগ করে ব্যবসা করা বাংলাদেশিদের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলেও সূত্রের অভিমত। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়