শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ১০ জুন, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোটপর্দায় আসছে জাহ্নবীর নতুন সিনেমা

ডেস্ক রিপোর্ট : ‘ধাড়াক’ দিয়ে বলিউডে ঝড় তুললেও দুই বছরে কোনো সিনেমা মুক্তি পায়নি জাহ্নবী কাপুরের। মাঝে নেটফ্লিক্সের অ্যান্থলজি সিনেমায় দেখা গেছে, এবার বড়দৈর্ঘ্যের দ্বিতীয় রিলিজও হচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্মে।দেশ রূপান্তর

আসলে এপ্রিলেই মুক্তির কথা ছিল বায়োপিক ‘গুঞ্জন সাক্সেনা- দ্য কারগিল গার্ল’-এর। তাতে বাগড়া দিয়েছে করোনাভাইরাস। এখন অনেকটা বাধ্য হয়ে নেটফ্লিক্সকে বেছে নিলেন প্রযোজক করণ জোহর।

ইতিমধ্যে এ ছবির প্রচার শুরু করে দিয়েছেন জাহ্নবী। ইনস্টাগ্রামে নতুন পোস্টার শেয়ার করে জানান, খুব শিগগিরই নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি।

একইসঙ্গে গুঞ্জন সাক্সেনার ওপরে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। তবে তা সিনেমার ভিডিও নয়। পাইলট গুঞ্জন সাক্সেনার ছোটবেলার মুহূর্ত, পরিবার ও সহকর্মীদের সঙ্গে বিভিন্ন ছবির কোলাজ দিয়ে তৈরি হয়েছে ভিডিওটি।

১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময়ে চিতা হেলিকপ্টার উড়িয়ে যুদ্ধে অংশ নেন গুঞ্জন। একটি সাধারণ মেয়ের স্বপ্ন সত্যি করে পাইলট হয়ে ওঠার গল্পই টুকরো টুকরো ছবি জুড়ে তুলে ধরা হয়েছে ভিডিওতে। ভয়েসওভার দিয়েছেন জাহ্নবী নিজেই। সেখানে গুঞ্জনের পরিবারের সঙ্গে একটি ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

ছবির প্রযোজক করণ জোহরও নতুন পোস্টার ও ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানান, এ রকম সাহসী ও স্বপ্নপূরণের গল্প নেটফ্লিক্সের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে দিতে পেরে তিনি বেশ খুশি।

চলতি বছর জাহ্নবী অভিনীত রুহ আফজা ও দোস্তানা টু মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে দুটি ছবির কাজই আটকে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়