শিরোনাম

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার তালতলীর বাসিন্দা কামরুজ্জামান ফারুক একজন খুনি!

সালেহ্ বিপ্লব, তন্নীমা আক্তার : [২] ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ছবিটি। মা পাখির দ্বিখণ্ডিত দেহ পড়ে আছে। ডিমের পাশে নিথর মাছরাঙ্গা পাখি।

[৩] কবি ও সাংবাদিক জাহানারা পারভীন মঙ্গলবার রাতে ফেসবুকে ছবিটি শেয়ার করেন। তিনি লিখেন, কয়েকবার পাখিটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্ত মা পাখিটি বারবার ফিরে এসেছে বাসায়। ডিমে তা দিয়েছে। শেষ পর্যন্ত পাখিটিকে দুই টুকরা করে এভাবে ডিমের পাশে রেখে দেওয়া হয়েছে। কে করেছেন এই কাজ? যার বাসায় পাখিটা আশ্রয় নিয়েছে। বাসা বেধেছে।

[৪] এর আগে ফেসবুকের ক্যাম্পাসিয়ান গ্রুপে রাতিন আহমেদ এ নিয়ে লিখেন : ফারুক নামের এই অমানুষ কয়েকবার মাছরাঙ্গা পাখিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ডিমের কারণে মা মাছরাঙ্গা পাখিটি বারবার ফিরে এসেছে তার বাসায়। শত হলেও বাচ্চা তো, মা কিভাবে ফেলে যায়? কাঁহাতক আর এই যন্ত্রণা সহ্য করা যায় বলেন! তাই জনাব ফারুক সাহেব বিশাল বীরপুঙ্গবের মত মাছরাঙ্গা পাখিটির বাসায় 'রেড' দিয়েছেন, মা পাখিটির মাথা ছিঁড়ে আলাদা করে তার অনাগত সন্তানের (ডিম) পাশে রেখে ছবি তুলে ফেসবুকে আপলোড করে জানিয়েছেন মানুষ হিসেবে অর্জন করা আরো একটি প্রবল বীরত্বের গল্প!

স্থান- তালতলী উপজেলা,বরগুনা জেলা। একটা অপ্রিয় দৃশ্য ভাবতে বলি। ধরেন এখানে ডিমগুলোর জায়গায় দুটো মানুষের বাচ্চা, মা-কে তাড়িয়ে দেওয়ার পরেও সে বারবার ফিরে আসায় মানুষ মায়ের মাথা আলাদা করে বাচ্চাগুলোর পাশে রেখে ছবি তুলে বীরত্ব জাহির করছে কোন প্রজাতি, ভাবতে পারছেন কেমন লাগবে?

[৪] খবর নিয়ে জানা গেলো, এই খুনির নাম কামরুজ্জামান ফারুক। তিনি নিজেই ফেসবুকে ছবিটি পোস্ট করেছেন। আর লিখেছেন, অনেক তাড়াইছি, লাভ হয় নাই। তাই বাসায় রেইড!

[৫] ফেসবুকে সমালোচনার ঝড় ওঠার পর কামরুজ্জামান ফারুকের আইডি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়