শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১০ জুন, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজম খান : রাষ্ট্রে যার এক পয়সার অবদান নেই তারও চিকিৎসার অধিকার আছে

আজম খান : আমার বাপ যদি অসুস্থ হয় তাইলে সে আইসিউ পাবে না। সে সারা জীবন পরোক্ষ-প্রত্যক্ষ দুইটা ট্যাক্সই দিয়া আসছে। পাবে হইলো শফি হুজুর। যে অন্যের দান খয়রাতে খাওয়া ছাড়া কিছু করে নাই। রাষ্ট্রে যার এক পয়সার অবদান নাই। তারও চিকিৎসার অধিকার আছে। কিন্তু তারে প্রায়োরিটি দিয়ে চিকিৎসা দেয়ার কিছু নাই। যদি প্রায়োরিটি পায় তাইলে পাবার কথা এই দেশের মানুষের যাদের রাষ্ট্রে অবদান আছে।

 

কিন্তু আমার বাপ চিকিৎসা না পায়া মরবে আর এরকম অপদার্থ আইসিউতে এসির বাতাস খাইতে খাইতে মরবে এইটা কোন বিচার! এইসব কথা শুধু শফীই না, বাংলাদেশের বাটপার রাজনীতিবিদগুলার ক্ষেত্রেও প্রযোজ্য। স্বাস্থ্যখাতের ১২টা তো স্বাধীনতার পর থেকে জিয়া-এরশাদ সামরিক সরকার, বিএনপি জামায়াত সরকার, আওয়ামি লীগ-সহ সব আমলেই রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক আমলারা বাজাইছেন। কিন্তু তারা কেউ অসুস্থ হইলে আইসিউ ছাড়া মরবেন না।

 

গ্যারান্টেড। অথচ, এই দেশের মানুষের ১২টা বাজায়া ছাইড়া দিছেন এইটা এখন হাড়েহাড়ে বুঝা যাইতেছে। একুশ তাপাদ্দর ভাইয়ের মা মারা গেলো। রাইতের চারটায় আকুতি মিনতি করলেন আইসিউ চায়া। পাইলেন না। আমার বাপ-মা অসুস্থ হইলে আমারেও আকুতি মিনতি কইরা পোস্ট দিতে হবে। আপনার বাপ-মা অসুস্থ হইলেও তাই করতে হবে এবং চোখের সামনে তাদের মৃত্যু দেখতে হবে। এই সিস্টেম যারা বানাইলো তারা এই সিস্টেমের বলি হবে না। হবে আপনার আমার বাপ-মা। সময় এসে গেছে। এখন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়