শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ১০ জুন, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে এক নারীর ৪ জমজ সন্তানের মা হলেন

সিরাজুল ইসলাম , সিংগাইর প্রতিনিধি : [২] মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা মাঝিপাড়া গ্রামের শ্রীদাম হালদারের মেয়ে অঞ্জনা রানী (২২) একই সঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের দু’জন পুত্র ও দু’জন কন্যা সন্তান। এদের মধ্যে এক পুত্র সন্তান জন্মের সময় হাসপাতালে মারা যায়।

[৩] মঙ্গলবার (৯ জুন) দুপুরে অঞ্জনার বাবার বাড়িতে গিয়ে দেখা যায়, প্রসুতিসহ বাকি ৩ সন্তান সুস্থ্য আছে। এ সময় ওই বাড়িতে উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।

[৪] অঞ্জনার মা জসেদা রানী জানান, তিন বছর আগে তার মেয়েকে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের রাজনগর গ্রামের সঞ্জয় হালদারের সঙ্গে বিয়ে দেন। সন্তান সম্ভবা হলে ৫ মাস আগে বাবার বাড়িতে আনা হয়। এ সময় অঞ্জনার স্বামী চাকুরি নিয়ে কাতার চলে যায়। গত ৬ জুন প্রসব বেদনা শুরু হলে তাকে সাভারস্থ প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করলে সেখানে অঞ্জনার ৪টি সন্তানের জন্ম হয়। এদের মধ্যে একজন মারা গেলে ও বাকি তিন নবজাতকের আইসিইউর প্রয়োজন হয়।

হাসপাতালটিতে আইসিইউ ব্যবস্থা না থাকায় পার্শ্ববর্তী এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে সোমবার অনেকটা সুস্থ্য হয়ে ৩ সন্তান নিয়ে বাবার বাড়িতে ফিরেন। অঞ্জনার মা তার মেয়ের কোলজুড়ে ৩টি সন্তান আসায় সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের আর্শীবাদ কামনা করেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়