শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমপেড়ে খাওয়ার অপরাধে নিহত কোটালীপাড়ায় আমানুল্লাহর বাড়ীতে স্বজনদের কান্নার আহাজারি

আসাদুজ্জামান বাবুল, মাহাবুব সুলতান: [২] গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের চুরখালী গ্রামে প্রতিপক্ষের হাতে নিহত আমানুল্লাহর বাড়ীতে স্বজনদের কান্নার আহাজারীতে ভারী হয়ে উঠেছে সেখানকার আকাশ বাতাস। কোনোভাবেই থামানো যাচ্ছেনা এ কান্না।

[৩] নিহতর মা-বাবা ভাই-বোন ও স্বজনদের কান্নায় কাঁদছে প্রতিবেশীসহ আশপাশ এলাকার মানুষ। এ কান্না কবে থামবে তাও বলতে পারছেনা কেউই। সন্তান হারানোর যন্ত্রনা যে কতোবড় কঠিন তা জানেন কেবলমাত্র মা”এমন কথা বলছেন আর হাউমাউ করে কাঁদছেন নিহত আমানুল্লাহ গভধারিনী মা। গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের চুরখালী গ্রামের জাকির শেখের ছেলে প্লাস্টিক বিক্রেতা আমানুল্লাহ না বলে গতকাল সোমবার দুপুরের দিকে প্রতিবেশী দেলোয়ার শেখের গাছ থেকে কাচাপাকা একটি আমপেড়ে খায়। না বলে আমপেড়ে খাওয়ার অপরাধে দেলোয়ার শেখের ছেলে বাবু শেখ নিহত আমানুল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

[৪] গুরুত্বর আহত আমানুল্লাহকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যা ৭ টার দিকে সে মারা যায়। মঙ্গলবার বিকেল ৫ টায় কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফার রহমান সাংবাদিকদের জানিয়েছেন, নিহতর মা রেহানা বেগম বাদী হয়ে ঘাতক বাবু শেখ ও তার বাবা দেলোয়ার শেখসহ ৮ জনকে আসামি করে কোটালীপাড়ায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার পর খুনিরা পলাতক থাকায় এখোনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে, আমরা আশাবাদি খুব শিগ্রহী আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়