শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৯ জুন, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশেষ সহায়তার তালিকায় পুত্র, পুত্রবধূর নাম, কাপাসিয়ায় ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা

আকরাম হোসেন, কাপাসিয়া প্রতিনিধি : [২] কোভিড-১৯ এর সংকটকালে সরকার ঘোষিত বিশেষ সহায়তা তালিকায় স্বজনদের নাম অন্তর্ভুক্ত করার অপরাধে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল বাতেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] মঙ্গলবার সকালে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

[৪] উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার ঘোষিত বিশেষ সহায়তা তালিকায় উপজেলার টোক ইউনিয়নের ৩নং ইউপি সদস্য মো. আব্দুল বাতেন তার ছয় স্বজনের নাম অন্তর্ভুক্ত করেছিলেন। তারা প্রত্যেকেই প্রতি মাসে ২ হাজার ৫’শ টাকা ও ২০ কেজি চাল পাওয়ার কথা রয়েছে।

তালিকায় থাকা ব্যক্তিরা হলেন- তার ছেলে মো. সাইফুল ইসলাম, ছেলের স্ত্রী মোছা. আনার কলি, সহোদর ভাই মো. সাহাবুদ্দিন, ভাইয়ের স্ত্রী রেনুজা খাতুন, ভাতিজা মো. কাউসার ও মো. ফারুক হোসেন।

[৫] তিনি বলেন, আমি গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে গতকাল সোমবার বিকেলে ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউপি সদস্য মো. আব্দুল বাতেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের নামগুলো তালিকা থেকে বাদ দেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দেয়া হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়