শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৯ জুন, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে করোনা রোগী ৭ শ ছাড়ালো, ভৈরব উপজেলাতেই ৩ শতাধিক

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: [২] সোমবার রাতে পাওয়া রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলায় ৭০২ জন করোনা রোগি শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ২৪০ জন।

[৩] এর মধ্যে শুধু ভৈরব উপজেলাতেই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে ৩০৫ জনের শরীরে। মারা গেছেন ৫জন। সর্বশেষ সোমবার (৮ জুন) রাতে পাওয়া রিপোর্টে এ উপজেলায় একদিনেই ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৪] ভৈরব উপজেলাকে ইতোমধ্যে সংক্রমণের ‘রেডজোন’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ভৈরবের পরিস্থিতি নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে প্রশাসনিকভাবে। উর্ধতন কতৃপক্ষকেও ক্ষণে ক্ষনে পরিস্থিতি জানানো হচ্ছে।

[৫] এ ছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলায় ৯০ জন, তাড়াইল উপজেলায় ৫৩ জন, করিমগঞ্জ উপজেলায় ৪৫ জন, বাজিতপুর উপজেলায় ৪১ জন, কুলিয়ারচর উপজেলায় ৩৭ জন, পাকুন্দিয়া উপজেলায় ৩০ জন, কটিয়াদী উপজেলায় ৩০ জন, মিঠামইন উপজেলায় ২৫ জন, ইটনা উপজেলায় ১৭ জন, হোসেনপুর উপজেলায় ১৪ জন, নিকলী উপজেলায় ১১ জন ও অষ্টগ্রাম উপজেলায় পাওয়া গেছে ৪ জন।

[৬] এর মধ্যে ভৈরব উপজেলায় মারা গেছেন ৫ জন, সদরে ৪ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, হোসেনপুর উপজেলায় ১ জন, কটিয়াদী উপজেলায় ১ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ১ জন ও মিঠামইন উপজেলায় ১ জন।

[৭] সিভিল সার্জন জানান, বর্তমানে জেলায় মোট ৪১১ জন কোভিড-১৯ রোগী এবং ১০ জন সাসপেক্টটেড বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে ভৈরবের রোগীই বেশি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়