শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ০৯ জুন, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রধানমন্ত্রীর অনুদান ও খাদ্য সহায়তা পাননি সুনামগঞ্জের ৪ শত মন্দিরের পুরোহিত পুজারী ও সেবাইতরা

আল-হেলাল, সুনামগঞ্জ : [২] এ পর্যন্ত কোন ধরনের সহায়তা তালিকায় তাদেরকে অন্তভর্ূূক্ত করা হয়নি। বঞ্চিত মানুষ হিসেবে সঞ্চিত কষ্ঠের কথা উল্লেখ করতে গিয়ে সুনামগঞ্জ শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরের পরোহিত কানু চক্রবর্ত্তী ও শ্রী শ্রী কালিবাড়ী নাটমন্দিরের পুরোহিত আশু চক্রবতী বলেন,আমরা মাসে ৫শত টাকা পাই। এটাকে মাসিক বেতন বা সম্মানী কি বলবো তা আমাদের জানা নেই। আমাদের পরিবার পরিজনদের কষ্ঠের কথাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বুঝবেন,আর কেউ নয়।

[৩] পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি এডভোকেট বিমান রায় ও সাধারন সম্পাদক বিমল বনিক বলেন,জেলা প্রশাসন,পৌর কর্তৃপক্ষ,উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদতো দূরের কথা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টও মন্দিরের পুরোহিত,পূজারী ও সেবাইতদেরকে করোনা দুর্যোগে কোন ধরনের সহায়তা দেয়নি। করোনা দুর্যোগে জেলার ৪ শতাধিক মন্দিরকে প্রধানমন্ত্রীর অনুদানের আওতায় আনার জন্য তারা সরকারের কাছে দাবী জানান।

[৪] শ্রী শ্রী কালিবাড়ী নাট মন্দির পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট স্বপন কুমার দাস রায় ও শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজু বলেন, মন্দিরগুলিতে নিয়মিত পুজা কীর্ত্তনসহ ধর্মীয় আচার অনুষ্ঠানাদি হলে তাদের কর্ম তৎপরতার পাশাপাশি দিনকালও ভাল থাকে। কিন্তু করোনা ভাইরাস ও লকডাউন থাকার কারণে এখন পূজা পার্বন পূর্বের মতো হয়না বলে আমাদের পুরোহিত ও পূজারীদের খবর কেউ নেয়না। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনাসিন্দু চৌধুরী বাবুল ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস বলেন,আমরা সরকারের কাছে দাবী করবো যাতে অনুদান ও খাদ্য সহায়তা বঞ্চিত পুরোহিত,পূজারী সেবাইতদেরকেও প্রধানমন্ত্রী প্রদত্ত খাদ্য সহায়তা ও অনুদানের আওতায় নিয়ে আসা হয়।

[৫] জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন,মন্দিরের পুরোহিত,পূজারী ও সেবাইতদের পক্ষ থেকে আবেদন পাওয়া গেলে আমরা সেসব আবেদনগুলোও গুরুত্বের সাথে বিবেচনাক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করবো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়