শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৯ জুন, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিউস্টনের চার্চে জর্জ ফ্লয়েডের সোনালি কফিনে হাজারো মানুষের শ্রদ্ধা

লিহান লিমা: [২] টেক্সাসের হিউস্টনের ফাউন্টেন অব প্রেজ চার্চে রাখা হয়েছে ফ্রয়েডের দেহ সম্বলিত সোনালি কফিন। এই স্থানেই ফ্লয়েড বড় হয়েছিলেন। জর্জ ফ্লয়েডকে শেষ বারের মতো বিদায় জানাতে স্থানীয় সময় সোমবার জড়ো হয়েছেন হাজারো মানুষ। ডেইলি মেইল

[৩]পরিবারের সদস্যরা ছাড়াও ফ্লয়েডের স্মরণসভায় যোগ দিয়েছেন এরিক গার্নার, মাইকেল ব্রাউন, আহমেদ অব্রি ও ট্রেভন মার্টিনের পরিবারের সদস্যরা। এই ব্যক্তিরাও যুক্তরাষ্ট্রে বিদ্যমান কৃষ্ণাঙ্গ বিদ্বেষ ও বর্ণবাদের শিকার হয়ে নৃশংসভাবে প্রাণ হারিয়েছিলেন।

[৪]জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিস ফ্লয়েড বলেন, ‘এটি হৃদয়বিদারক। আমরা অবশ্যই ন্যায় বিচার পাবো। আমরা তা পাবই।’

[৫]স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ফ্লয়েডের স্মরণসভায় প্রায় ৬ হাজার ৩৬২ জন যোগ দেন। তবে ফ্লয়েডের সোনালি কফিনের সামনে গিয়ে শ্রদ্ধা প্রদর্শন করতে মানা হয়েছিলো সামাজিক দুরুত্ব। চার্চে প্রতিবার ১৫জনকে প্রবেশ করেন, তাদের মুখে ছিলো মাস্ক ও গ্লাভস।

[৬]এদিকে তৃতীয় সপ্তাহের মতো যুক্তরাষ্ট্রজুড়ে চলছে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বর্ণবাদবিরোধী বিক্ষোভ। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলস ও সান ফ্রান্সিসকোতে বিক্ষোভকারীরা ১৯৬০ সাল থেকে যুক্তরাষ্ট্রে চলে আসা পদ্ধতিগত বর্ণবাদের বিরুদ্ধে স্লোগান দেন। বিবিসি

[৭]যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশি সংস্কারের দাবী উঠেছে। সোমবার মার্কিন কংগ্রেসে আনা একটি বিলে ডেমোক্রেটরা পুলিশি বাড়াবাড়ি বন্ধে ব্যবস্থা নিতে বলেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা অফিসারদের সঙ্গে বৈঠকে বলেছেন, পুলিশ বিভাগের ব্যবস্থাপনায় কোনো গোলমাল নেই। পুলিশের বাজেট কমানো বা পুলিশি ব্যবস্থা উঠিয়ে দেয়ার কোনো সম্ভাবনাও নেই।

[৮]এদিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন। তার দল পুলিশি সংস্কারের বিল ও এনেছে।

[৯]ফ্লয়েডের গলায় হাঁটু চেপে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ অফিসার ডেরেক চাভিনকে ১২ লাখ ৫০ হাজার ডলারে জামানত দেয়ার রায় দিয়েছে আদালত। এই মামলায় চাভিনের ৪০ বছর পর্যন্ত জেল হতে পারে। ডয়েচে ভেলে

  • সর্বশেষ
  • জনপ্রিয়