শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৯ জুন, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা আক্রান্ত ৪ গাড়িচালক, মমতার দপ্তরে সতর্কতা

ডেস্ক রিপোর্ট : করোনা আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নের চার সচিবের গাড়িচালক। এদের মধ্যে তিনজন বসেন ভবনটির চৌদ্দ তলায়, সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর। দেশ রূপান্তর

আনন্দবাজার পত্রিকা জানায়, এই ঘটনায় বেশ সর্তক হয়ে উঠেছে প্রশাসন। ইতিমধ্যে তিন দফায় নবান্ন স্যানিটাইজ করা হয়েছে।

কয়েক দিন আগে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের এক কর্মকর্তা ও এক গাড়িচালকের করোনা ধরা পড়ে। এবার সেই তালিকায় যুক্ত হলেন সচিবালয়ের আরেক গাড়িচালক। পাশাপাশি, মুখ্যসচিবের দপ্তরে কর্মরত এক আমলার গাড়িচালকও সংক্রমিত হয়েছেন। প্রশাসন থেকে ওই আমলাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তার সহকারীদেরও নমুনা পরীক্ষা হচ্ছে, দেওয়া হয়েছে হোম কোয়ারেন্টাইনের পরামর্শ।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, নবান্নের ১৪ তলার একটি ক্যান্টিন থেকে ভিআইপি ও অতিথিদের জন্য চা-খাবার সরবরাহ করা হয়। সুরক্ষার কারণে আপাতত সেটিও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে সিদ্ধান্ত হয়েছে, চা-খাবার সরবরাহকারী সংস্থার কর্মীরা নবান্নের একটি তলা থেকে অন্য তলায় যাবেন না।

সাধারণত, কর্মকর্তাদের নবান্নে নিয়ে আসার পরে অনেক গাড়িচালক একই জায়গায় বসে আড্ডা দেন। তা থেকে দূরে থাকার ও দিনে দু-তিনবার করে গাড়ি পরিষ্কারের পরামর্শ দেওয়া হয়েছে তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়