শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৯ জুন, ২০২০, ০৫:১৬ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২০, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালতলীতে সরকারি স্টল দখল করে ব্যবসায়ী সমিতির অফিস নির্মাণ

কাওসার হামিদ : [২] বরগুনার তালতলী উপজেলা শহরের একটি মাত্র সরকারি স্টল তাও দখল করে ব্যবসায়ী সমিতির অফিস নির্মাণের কাজ চলছে। সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় রাজমিস্ত্রী সেই স্টলঘরের চার পাশ দিয়ে দেয়াল দিচ্ছেন। এটি দখল করে দেয়াল টেনে দিয়ে

[৩] জানা যায়, উপজেলা শহরের মধ্যবর্তী স্থানে প্রায় ২ যুগ আগে বাজার উন্নয়নের টাকা দিয়ে একটি স্টলঘর নির্মান করা হয়। প্রতি সপ্তাহে বাজারের সময় ভাসানী ব্যবসায়ীরা এই স্টলে বসে ব্যবসা বাণিজ্য করে আসছে। এই বাজারের একমাত্র স্টলঘর এটি। তালতলী বাজার ব্যবসায়ী সমিতির নির্দিষ্ট কোনো অফিস ঘর না থাকায় এ স্টলটি দখলে নিয়ে নিজস্ব অফিস করার কাজ চলছে। রাজমিস্ত্রী দিয়ে সেই স্টলঘরের চার পাশে দেয়াল দিচ্ছেন। এতে ক্ষোভ প্রকাশ করছে তালতলীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এদিকে ব্যবসায়ী সমিতির একটি সূত্র জানিয়েছে, তালতলী উপজেলা পরিষদের একটি মিটিংয়ে বাজারের এই স্টল ঘরটি ব্যবসায়ী সমিতির অফিস ঘর হিসেবে রেজুলেশন করে নেওয়া হয়।

[৪] নাম প্রকাশ করতে একাধীক স্থানীয়রা বলেন, এই বাজারের একটি মাত্র সরকারি স্টলঘর তাও বাজার কমিটি দখল করে নিতেছে। এতে বাজারের পরিবেশ নষ্ট হবে। ভোগান্তিতে পড়বে ভাসানী ব্যবসায়ীরা। তারা প্রশাসনের কাছে এই স্টল ঘরটি ব্যবসায়ী সমিতির অফিস না করে পূর্বের মত স্টল হিসেবেই ব্যবহার করার দাবী জানান।

[৫] এ বিষয়ে বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন আলম মুন্সী বলেন, এই স্টলঘরটি প্রায় ২ যুগ আগে বাজার উন্নয়নের টাকায় নির্মাণ করা হয়। এটা কোনো সমিতির বা ব্যক্তি মালিকানা ভাবে দখল করার প্রশ্নই আসেনা। যদিও এটা দখল করে দেয়াল টেনে অফিস স্থাপন করেন সেটা বৈধ হবেনা।

[৬] তালতলী ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির ১নং সদস্য ও কথিত সদস্য সচিব নুরুজ্জামান ফারুক বলেন, এটা কোন ব্যক্তিগতভাবে নেয়া হয়নি। ব্যবসায়ী সমিতির জন্য উপজেলা পরিষদ থেকে রেজুলেশন করে নেওয়া হয়েছে।

[৭] উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা পরিষদ একটি মিটিংয়ে এরকম একটি বিষয় উপস্থাপন করা হয়েছিল কিন্তু এটা পাস হয়েছে কিনা আমি জানিনা। তবে সরকারি স্টল ঘর দখল করে ব্যক্তিগত বা ব্যবসায়িক কোন প্রতিষ্ঠান হওয়ার কোন নিয়ম নেই।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, সরকারি স্টল ঘরে ব্যক্তিগত বা ব্যবসায়িক কোন প্রতিষ্ঠান হতে পারে না এটা যদি কেউ করে থাকে তাহলে অনিয়ম করবে। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো রেজুলেশন হয়েছে কিনা জানতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়