শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০৯ জুন, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ০৯ জুন, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহ মেডিকেলে নার্সদের কমিটি নিয়ে সংঘর্ষ, সভাপতি আহত

ময়মনসিংহ প্রতিনিধি : [২] বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মচিমহা) শাখা কমিটিকে নিয়ে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

[৩] গতকাল রোববার সন্ধ্যার পর মচিমহায় অবস্থিত বিএনএ’র কার্যালয়ের সামনে নার্স আনোয়ার, কাউসার ও সোহেলসহ গংরা বিএনএ ময়মনসিংহ শাখার সভাপতি লুৎফর রহমানের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

[৪] হামলায় আহত লুৎফর রহমান মচিমহার ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। এতে হাসপাতালের নার্সরা দুটি গ্রুপে বিভক্ত হয়েছে। বিএনএ সভাপতিতে আহত করায় এক গ্রুপ অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ নিয়ে হাসপাতালের নার্সদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

[৫] হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন বিএনএ ময়মনসিংহ শাখার সভাপতি লুৎফর রহমান বলেন, ‘বিএনএ ময়মনসিংহ শাখা কমিটি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। আমার ওপর হামলা হয়েছে, আমি আহত হয়ে মচিমহায় ভর্তি আছি। অগণতান্ত্রিকভাবে বিএনএ মচিমহা শাখা আহ্বায়ক কমিটি করা হয়েছে। আমি এ অবৈধ কমিটির স্বাক্ষর দেই নাই এতে আনোয়ারুল হক, কাওসার আহম্মেদ খান সম্রাট, সোহেল রানাসহ আরও বেশ কয়েকজন অর্তকিতে আমার ওপর হামলা করে আহত করেছে। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক বরাবরে লিখিত অভিযোগ করেছি।’

[৬] লুৎফর রহমান বলেন, ‘মচিমহাস্থ বিএনএ কার্যালয় থেকে বের হয়ে বাসায় ফেরার পথে মোটরসাইকেল রাখার স্থানে প্রশাসনিক ভবনের সংলগ্ন স্থানে হামলা করা হয়।’

[৭] হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা করা হবে।’

[৮] এ বিষয়ে কথা বলতে আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মারধোর হয় নাই। আমাদের মাঝে একজনের খুব রাগ বেশি, তার সাথে হাতাহাতি হয়েছে।’

[৯] তিনি আরও বলেন, ‘আলোচনার ভিত্তিতেই বিএনএ মচিমহা শাখার কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। লুৎফর রহমান কমিটি ভেঙে দেওয়ার সময় রাজি ছিল পরবর্তীতে সে তার মত পাল্টে ফেলে।’

[১০] সূত্র জানায়, আজ সোমবার লুৎফরের অনুসারীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মচিমহার প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করার জন্য সমবেত হয়। সেখানেই তারা বিক্ষোভ করে। এর বাইরে বর্তমান পরিস্থিতিতে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ রয়েছ প্রশাসন ।

[১১] মচিমহার সহকারী পরিচালক ডা, জাকিউল বলেন, ‘কোনো বিক্ষোভ হয়নি। বিএনএ এর কমিটি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। তাদের মধ্যে অভ্যন্তরীন বিরোধের কথা শুনেছি। এ নিয়ে আবেদন করতে বলেছি।’সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়