শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৯ জুন, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ০৯ জুন, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কেট খোলা ক্রেতা শূন্য, ফুটপাতে কিছুটা ভিড়

সুজিৎ নন্দী: [২] করোনাঝুঁকির মধ্যে হাতে গোনা কয়েকটি মার্কেট ও বিপণিবিতান খোলা। কিন্তু ক্রেতা নেই। নগরীর নিউমার্কেট, গাউছিয়া, চন্দ্রিমা মার্কেট, হকার্স মার্কেট, নূরজাহান মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, বায়তুল মোকাররম আর গুলিস্তানের ফুটপাতে ক্রেতার উপস্থিতি ছিলো। ফুটপাতে শিশু ও মহিলা পোষাকের ক্রেতারা বেশি। এরই মধ্যে বন্ধ থাকা বিভিন্ন মার্কেটের সামনে বিক্ষোভও হয়েছে।

[৩] বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন বলেন, এখানে কারো কিছু করার নেই। এখানে ক্রেতা ও বিক্রিতা কেউই নিয়ম মানছে না। এলাকাভিত্তিক লকডাউন হবার সাথে সাথে কিছু ফুটপাতের দোকান ও মার্কেট বন্ধ হয়ে যাবে। তৈরি হবে আবার সমস্যা।

[৪] গতকাল রাজধানী সুপার মার্কেট ছাড়া নগরীর খোলা থাকা সুপার মার্কেটগুলোতে ক্রেতার দেখা মিলিছে কম। একাধিক ব্যবসায়ি জানান, মার্কেটগুলোতে মানুষ কম এসেছে। বসুন্ধরা ও যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকাতে মানুষ অনলাইনে অর্ডার দিয়ে পোষাক কিনেছে।

[৫] সরেজমিনে দেখা গেছে, তুলনামূলক বিত্তবানদের জন্য যেসব মার্কেট খোলা হয়েছে, সেসব মার্কেটে ক্রেতার উপস্থিতি নেই। মার্কেটে এবং দোকানে প্রবেশের আগে জ্বর পরিমাপ করা, জীবাণুনাশক কক্ষের ভেতর দিয়ে প্রবেশের ব্যবস্থা রাখা হলেও করোনা সংক্রমণের ভয়ে ক্রেতারা আসেননি মার্কেটগুলোতে। একাধিক দোকান মালিক এতথ্য জানান।

[৬] দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাঈদ সুফি বলেন, বাজার খুললেও কোন ক্রেতা নেই। ক্রেতাদের মধ্যে নিয়ম না মানার প্রবণতা বেশি। যে এলাকাগুলোতে লকডাউন হচ্ছে সেখানকার মানুষকে কিছু কিনতে হলে তারা অনলাইনে কিনতে পারবেন। তিনি আরো বলেন, সংক্রমণ না কমলে মার্কেটে তেমন একটা ক্রেতা পাওয়া যাবে বলে মনে হয় না।

[৭] ধানমন্ডির একটি শোরুমের ব্যবস্থাপক বলেন, সকালে দোকান খুলেছি। সারা দিনে কোনো ক্রেতা আসেনি। অন্য সহকর্মীদের নিয়ে শোরুমটা গুছিয়েছি। নিজেদের মধ্যেই করোনাভাইরাসের আতঙ্ক। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়