শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জরুরিভিত্তিতে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার উপকরণ ও ঝুঁকি ভাতা দিতে হবে: পরিবহন শ্রমিক ফেডারেশন

সমীরণ রায়: [২] বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক এক যুক্ত বিবৃতিতে আরও বলেন, পরিবহন শ্রমিকরা যাত্রীর সেবক। এ সব পরিবহন শ্রমিকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত সেবা দিয়ে আসছে। মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি/সম্ভাবনা নিয়ে তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রী সেবায় নিয়োজিত রয়েছে। তাদের নেই কোনো ব্যক্তিগত সুরক্ষা। নেই ঝুঁকি ভাতার ব্যবস্থা।

[৩] তারা বলেন, ফেডারেশনের পক্ষ থেকে গত ৯ এপ্রিল মানববন্ধন ও গত ৩ জুন সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন এই মহামারী করোনা মোকাবেলায় যারা মানুষের সেবায় নিয়োজিত থাকবে তাদের ব্যক্তিগত নিরাপত্তা ও ঝুঁকি ভাতার ব্যবস্থা থাকবে। আমরা লক্ষ করছি যে, অন্যান্যদের জন্য ব্যবস্থা থাকলেও পরিবহন শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা বা ঝুঁকিভাতার কোনো কথা বলা হয়নি। শ্রমিকগণ ব্যক্তিগত সুরক্ষা ছাড়া গাড়ী চালানোর ফলে কোনোভাবে ক্ষতিগ্রস্থ হলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে।

[৪] তারা আরও বলেন, প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন এবং ত্রাণ মন্ত্রণালয় ২৯ মার্চ প্রজ্ঞাপণের মাধ্যমে পরিবহন চালকদের প্রণোদনার কথা বলা হয়েছে। যার ফলে চালকরা নির্দেশ মোতাবকে স্ব স্ব জেলায় প্রশাসকের অফিসে লাইসেন্স নাম্বারসহ তালিকা জমা দিয়েছিল। দেশে ৭ লাখ পরিবহন এবং ১০ লাখ চালক রয়েছে। কিন্তু প্রণোদনার বিষয়ে কোনো ইতিবাচক সাড়া চালকরা পায়নি। ফলে তারা হতাশার মধ্যে আছে।

[৫] সোমবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়