শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিক ছাঁটাই বন্ধে পোশাক কারখানার মালিক সংগঠনগুলোকে কলকারখানা অধিদপ্তরের চিঠি

শরীফ শাওন : [২] এতে বলা হয়, ঈদের পর থেকেই শ্রমিক ছাঁটাই চলছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ৬৭টি কারখানার ১৭ হাজার ৫৭৯ শ্রমিক ছাঁটাই করা হয়েছে। টঙ্গীর তানাজ ফ্যাশনস ও ভিয়ালাটেক্স কারখানায় ছাঁটাই হয়েছে ২ হাজার ৪৫০ শ্রমিক। অধিদপ্তরের ২৩টি উপমহাপরিদর্শকের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া যায়।

[৩] কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) মহাপরিদর্শক শিবনাথ রায় রোববার বিজিএমইএ সভাপতি রুবানা হককে এ চিঠি পাঠান। এছাড়াও বিকেএমইএ এবং বিটিএমইএ’কে এ চিঠি পাঠানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি সংশ্লিষ্ট সব দপ্তরে অনুলিপি দেয়া হয়।

[৪] ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুবানা হক এর আগে বলেন, পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে হয়তো শ্রমিক ছাঁটাই করা হতে পারে। এরপর বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা কলকারখানা অধিদপ্তরের কার্যালয়ে এসে ছাঁটাই বন্ধের দাবি জানান। এছাড়াও ২৫ এপ্রিল মালিক, শ্রমিক ও সরকার এই ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিক ছাঁটাই ও কারখানা লে-অফ বন্ধের সিদ্ধান্ত হয়। বিষয়গুলো উল্লেখ করে শ্রম অসন্তোষ নিরসনে ছাঁটাই বন্ধের অনুরোধ জানিয়েছেন শিবনাথ রায়। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়