শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাফুফে নির্বাচনে ১৩ ক্লাবের ভোটার বাছাই চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল গত ২০ এপ্রিল। কিন্তু করোনার কারণে সেটা স্থগিত হয়ে যায়। পরিস্থিতির উন্নতি হলে এএফসির নির্দেশনা অনুযায়ী নতুন তারিখ নির্ধারণ করবে বাফুফে। এর আগে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রমে কারা সংশ্লিষ্ট থাকবেন তাদের তালিকা তৈরি করে রাখছে বাফুফে।

[৩] বাফুফের নির্বাচনে এবার ১৪৩ জন ভোটার, বাকিরা শুধু এজিএমে অংশ নেন। রোববার ছিল বাফুফের সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি প্রেরণের শেষ দিন। বাফুফের দফতরে জমা হওয়া কাউন্সিলর তালিকা পর্যবেক্ষণের জন্য তিন সদস্যের একটি কমিটি আছে। বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী এবং নির্বাহী কমিটির দুই বর্ষীয়ান সদস্য হারুনুর রশিদ ও আবদুর রহিমকে নিয়ে গঠিত এ কমিটি কাউন্সিলরের তালিকা দেখেশুনে চূড়ান্ত করবে।

[৪] বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনের নির্বাচনগুলোতে দারুণ ভূমিকা রাখেন জেলা ও বিভাগের কাউন্সিলররা। ১৪৩ ভোটারের মধ্যে তাদের সংখ্যা ৭২(৮ বিভাগ ও ৬৪ জেলা)। এরপর বেশি ভোটার ক্লাবের। এর মধ্যে প্রিমিয়ার, চ্যাম্পিয়নশিপ ও প্রথম বিভাগের ভোট ৩৯টি। এর বাইরে আছে দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ লিগের ক্লাব।

[৫] প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে আবাহনী থেকে ভোট দেবেন ক্লাবের পরিচালক কাজী এনাম আহমেদ আর মোহামেডানের ভোটার ক্লাবটির পরিচালক মো. মনজুর আলম। বসুন্ধরা কিংসের ভোটার ক্লাবটির সভাপতি ইমরুল হাসান, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাফওয়ান সোবহান তাসবিব, শেখ রাসেল ক্রীড়া চক্রের মাকসুদুর রহমান, সাইফ স্পোর্টিং ক্লাবের ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম আবাহনীর তরফদার মো. রুহুল আমিন, আরামবাগ ক্রীড়া সংঘের এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর, ব্রাদার্স ইউনিয়নের আমের খান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের আরিফুল ইসলাম, রহমতগঞ্জের ইমতিয়াজ হামিদ সবুজ, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের শেখ মোহাম্মদ মারুফ হাসান এবং উত্তর বারিধারার জাকির হোসেন বাবুল।

[৬] এছাড়া বাকি ১৩০ ভোট আসবে ৬৪ জেলা ও ৮ বিভাগ থেকে। চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব ১৩, প্রথম বিভাগ লিগের ক্লাব ১৩, দ্বিতীয় বিভাগ লিগের ক্লাব ১০, তৃতীয় বিভাগ লিগের ক্লাব ৮, শিক্ষা বোর্ড ৫, বিশ্ববিদ্যালয় ৬, মহিলা ক্রীড়া সংস্থা ১, রেফারিজ অ্যাসোসিয়েশন ১ ও কোচেস অ্যাসোসিয়েশন ১।

  • সর্বশেষ
  • জনপ্রিয়