শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষের হৃদয়কে কিভাবে বড় করতে হয় তা আমি শিখেছি আনিসুজ্জামানের কাছ থেকে : আবুল খায়ের লিটু

বিশ্বজিৎ দত্ত : [২] জাতীয়ভাবে অবদান রেখেছেন এমন ৩ জন প্রয়াত মানুষকে আজ স্মরণ করেছে নাগরিক প্ল্যাটফর্ম। এই ৩ জন হলেন, প্রফেসর আনিসুজ্জামান, ড. জামিলুর রেজা চৌধুরী আর শিক্ষাব্রতি নিলুফার মঞ্জুর।

[৩] অনলাইনে তাদের স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন প্রয়াতদের পরিবারের সদস্যসহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

[৪] ব্যবসায়ী আবুল খায়ের লিটু ড. আনিসুজ্জামান সম্পর্কে বলেন, মানুষের হ্রদয়কে কিভাবে বড় করতে হয় তা তিনি শিখেছেন আনিসুজ্জামানের কাছ থেকে। আনিসুজ্জামান জাতীয় অনেকগুলো সংকটে নিজের বিশ্বাস অনুযায়ি কথা বলেছেন অসম্প্রদায়িক চেতনায়। যখনি এর বাইরে যখন কোন কিছু ছাড় দিতে হতো তার মুখটা দেখতাম কালো হয়ে আছে।

[৫] অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ ও বদিউল আলম মজুমদার প্রফেসর জামিলুর রেজা চৌধুরী সম্পর্কে বলেন, তত্ত¡াবধায়ক সরকারে থাকার সময় প্রেসিডিন্ট আব্দুর রহমান বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভাল ছিলনা তাদের। আর জেনারেল মাহবুবকে মজা করে বলতেন, তোমরা যদি ক্যু না করো তবে আমরা মিটিং শুরু করতে পারি। বদিউল আলম মজুমদার বলেন, প্রফেসর জমিলুর রেজা চৌধুরী ২০১১ সালে প্রেসিডেন্টের অধউনে নির্বাচন চেয়েছিলেন।

[ ৬] নীলুফার মঞ্জুর সম্পর্কে প্রফেসর রেহমান সোবহানসহ বক্তারা বলেন, তিনি ছিলেন এক্সট্রাঅর্ডিনারি মানুষ। দেশের ইংরেজী মাধ্যমের শিক্ষাকে তিনি একটি উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। অনুষ্ঠানে ছেলে নাসিম মঞ্জুর নীলুফার মঞ্জুরের একটি অসামান্য একটি শখের কথা তুলে ধরেন। সেটি হলো তার পুরোনো কাগজের প্রতি দূর্বলতা। সেগুলো তিনি যত্ন করে রাখতেন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়