শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম মারা গেছেন

খোকন আহমেদ : [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনি, বীর মুক্তিযোদ্ধা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী ও গুলিবিদ্ধ, সন্তানহারা শহীদ জননী সাহান আরা বেগম (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির.....রাজিউন)।

[৩] তিনি স্বামী, ৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতী-নাতনী, গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার মরহুমার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে বরিশালে দাফন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

[৪] সাহান আরা বেগম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (পূর্ণ মন্ত্রী পদমর্যাদা), বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনি এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা।

[৫] ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ সুকান্ত আব্দুল্লাহর মা সাহান আরা বেগম ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বরিশাল আওয়ামী লীগের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের একমাত্র আশ্রয়স্থল।

[৬] বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস জানান, গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে (সাহান আরা বেগম) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

[৭]  তার মৃত্যুতে পুরো বরিশালজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়