শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর খুব কাছাকাছি এসে অনেকেই কঠিন সত্যের মুখোমুখি হতে বাধ্য হয়

লায়লা খন্দকার : ‘যুদ্ধ এবং মহামারীতে সামাজিক নিয়ম-কানুনগুলো ভেঙে পড়ে। তখন মানুষ এমন অনেককিছু করে যা করার কথা সে অন্য সময় ভাবতেও পারে না।’ বললেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর্থার ব্রুক্স- ‘Dealing with Disappointment and Uncertainty During a Pandemic’ সেশনে। তিনি ছাত্র-ছাত্রীদের সাহসী হতে উদ্বুদ্ধ করে বললেন যে, নিজেদের সত্যিকারের অনুভূতি প্রকাশ করার এখনই সময়! ‘যে কথাটা দীর্ঘদিন ধরে কাউকে জানাতে চাও, কিন্তু বলা হয়ে ওঠেনি তা এবার ফোন করে বলেই ফেল।’-অধ্যাপকের মন্তব্য।

 

মৃত্যুর খুব কাছাকাছি এসে অনেকেই কঠিন সত্যের মুখোমুখি হতে বাধ্য হয়। কেউ কেউ নিজের জীবনের অর্থ এবং অন্যদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে ভাবে। আমি কিন্তু কাউকে ব্যক্তিগত জীবনে বৈপ্লবিক কিছু করতে বলছি না। রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিপ্লবের কথা বলা এবং তাতে অংশগ্রহণের চেয়ে অনেক কঠিন সে আদর্শ অনুযায়ী সম্পূর্ণ সততার সঙ্গে নিজের জীবন যাপন করা। বৈপরীত্যে ভরা মানবজীবন বড়ই জটিল।

 

‘বিপ্লবী’ ইমেজ আছে এবং সামাজিক ন্যায়-বিচার নিয়ে আন্দোলন করেন এমন অনেককে খুব প্রথাগত এবং হিসেব-নিকেশ করে জীবন কাটাতে দেখেছি, প্রতিদিন আপোষ করছেন। তার কারণও বুঝি। আমি শুধু হার্ভার্ডের এক অধ্যাপকের পরামর্শ জানিয়ে রাখলাম। ফেসবুকে এবং সমাজের চোখে নয়, নিজের কাছে ভাল থাকুন। আনন্দময় এবং অর্থপূর্ণ জীবন হোক সবার!
‘এসো স্মৃতি মুছে দেয়া ঢেউ, এসো অতীত ভাসানো বান/এসো ডুবে যায় কেউ কেউ, এসো তলিয়ে যাওয়ার গান। এসো শর্তহীনতা মেনে, এসো ফেলে দিয়ে রীতি-নীতি/এসো যেপথে হৃদয় চেনে, এসো নামহীন পরিচিতি। এসো তাকাবোনা আর দূরে, এসো বাঁচি এই লহমায়/এসো ক্ষণিকের এই সুরে, এসো জীবন যে চলে যায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়