শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা!

নুর উদ্দিন মুরাদ : [৩] নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন থেকে সানজিদা আক্তার মাহী (১৩) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার(৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

[৪] নিহত সানজিদা আক্তার মাহী চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছোটন মেম্বারের বাড়ীর কামাল হোসেনের মেয়ে। সে বসুরহাট সরকারি মাকসুদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

[৫] নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ছোটন জানান, স্কুলবন্ধ থাকায় নিয়মিত বাড়িতে পরিবারের সাথে থাকতো মাহী। রবিবার দুপুরে ঘরে বসে টিভি দেখছিল মাহী। এসময় ঘরের কাজে তাকে সাহায্য করতে ও পড়ালেখায় মন দিতে মাহীকে বকাবকি করে তার মা। এতে ক্ষিপ্ত হয়ে বিকালের কোন একসময় পরিবারের লোকজনের অজান্তে ঘরের একটি কক্ষে ডুকে আড়ার সাথে গায়ের ওড়না পেছিয়ে গলায় ফাঁস দেয় মাহী। বিষয়টি টের পেয়ে তার পরিবারের লোকজন চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতে বিষয়টি থানায় অবগত করা হয়।

[৬] কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়