শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ০৮ জুন, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েতের সরকারি দপ্তর ও সিআইডি শহিদকে আলোচনার জন্য ডেকেছেন: পাপুলের সহধর্মিণী সেলিনা

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সেলিনা ইসলাম তার স্বামীর কুয়েতে গ্রেপ্তার নিয়ে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি তার স্বামীর অবস্থা সম্পর্কে বলেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মােহাম্মদ শহিদ ইসলামকে কুয়েতের সরকারি দপ্তর ও সিআইডি আলোচনার জন্য ডেকে নিয়েছেন। কুয়েতের বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূত বিষয়টি অবগত।

[৩] তার স্বাক্ষরিত সংসদ সদস্য প্যাডে বিবৃতিতে তিনি বলেন, আজ গণমাধ্যমে শহিদ ইসলাম কুয়েতে গ্রেপ্তার হয়েছেন এ সম্পর্কিত একটি সংবাদ প্রচাৱিত হয়েছে। এতে বলা হয়েছে, মােহাম্মদ শহিদ ইসলামকে কুয়েতে সেখানকার সিআইডি বা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অর্থ এবং মানৰ প্রচারের অভিযােগও বলা হচ্ছে গণমাধ্যমের রিপাের্টে।

[৪] সেলিনা হোসেন বলেন, প্রকৃতপক্ষে, মােহাম্মদ শহিদ ইসলাম কুয়েতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি খ্যাতনামা মারাফি কুয়েতিয়া কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও। এই কোম্পানীর কুয়েতি অংশীদারও রয়েছেন। এই প্রতিষ্ঠানে ২৫ হাজারেরও বেশি বাংলাদেশী কর্মরত। বিশ্বজুড়ে করােনা মহামারির কারণে অন্যান্য দেশের মত কুয়েতেও ৩ মাস ধরে লকডাউন চলছে। এ পরিস্থিতে অনেক অভিবাসী কর্মী বেকার হয়েছে। তাদের কেউ কেউ সরকারী দপ্তরে অভিযােগ করেছেন। এসব বিষয় নিয়ে কুয়েতের সরকারী দপ্তর ও সিআইডি তাকে আলােচনার জন্য ডেকে নিয়েছে।

[৫] বিবৃতিতে তিনি জানান, কুয়েতের বাংলাদেশ দূতাবাস এবং রাষ্ট্রদূত বিষয়টি সম্পর্কে অবহিত। কুয়েতের সংশিষ্ট দপ্তরের সাথে তিনি বিষয়টি নিয়ে আলােচনা করছেন। পররাষ্ট্র মন্ত্রালয়কেও বিস্তারিত জানানাে হয়েছে। তাই কুয়েতের সরকারী কর্তৃপক্ষের কোন বিবৃতি, সিদ্ধান্ত বা তথ্য ছাড়া এ বিষয়ে বিভ্রান্তিকর কোন তথ্য বা সংবাদ প্রচার না করতে সংশিষ্ট সকল মহলের প্রতি বিনীত অনুরােধ জানাচ্ছি।

[৬] সেলিনা হোসেন সিআইপি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়