শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীর বাহারছড়ায় অগ্নিকাণ্ডে ৭টি বাড়ি ভস্মীভূত, ক্ষয়ক্ষতি ৪০ লক্ষাধিক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: [২] চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশাগ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার গভীর রাতে বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব ইলশা গ্রামে সংঘটিত এ অগ্নিকাণ্ডে স্বর্ণালংকার, নগদ টাকা, গবাদি পশুসহ প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়।

[৩] স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পরিবারসূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে জসিম উদ্দিনের পরিবারে প্রায় ৪ লক্ষ টাকা, নুরুল হক এর পরিবারে প্রায় ৭ লক্ষ টাকা, মনির আহমদ এর পরিবারে প্রায় ৬ লক্ষ টাকা, মোহাম্মদ কায়সার এর পরিবারে প্রায় ৬ লক্ষ টাকা, মোহাম্মদ নাছির উদ্দিনের পরিবারে প্রায় ৬ লক্ষ টাকা, মোহাম্মদ দিদারুল আলম এর পরিবারে প্রায় ৫ লক্ষ টাকা ও জয়নাল আবেদীনের পরিবারে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয় এবং তাদের টিনসেটের ৭টি বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। বসতঘরের বিদ্যুৎ শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা জানান, নগদ টাকা, গরু, স্বর্ণালঙ্কার সহ প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে তারা প্রায় নিঃস্ব, একদিনে করোনায় কর্মহীন অপারদিকে আগুনে স্বর্বস্ব নিয়ে গেল তাদের।

[৪] বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিড়ার লিটন চন্দ্র বৈষ্ণব জানান, ‘বাহারছড়া ইউনিয়নের ইলশাগ্রামে শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আমাদের ফায়ার টিম। এতে ১০ লক্ষাধিক পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।

[৫] এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করে চাউল, নগদ অর্থ ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন । তিনি ক্ষতিগ্রস্থদের উপজেলা প্রশাসন ও বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষ থেকে প্রতি পরিবারকে ২ বান করে টিন ও ৬ হাজার করে টাকা সহ ও সার্বিক সহযোগিতা করা হবে আশ্বস প্রদান করেন।

[৬] এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, বাহারছড়া ইলশাগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষয়ক্ষতি নিরুপণ করে যথাযথ সহযোগিতা প্রদান করা হবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল ও পরিদর্শন করা হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়