শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাদ বাগান প্রকল্পে ৬০ উদ্যোক্তাকে নিয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

শরীফ শাওন : [২] দুটি ব্যাচে ৩০ জন উদ্যোক্তা নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচী পালিত হয়। প্রকল্পের আওতায় ৩০ ব্যাচে ৯০০ জন মালি, ২০ ব্যাচে ৬০০ উদ্যোক্তা ও ৪০ ব্যাচে ১২০০ জন কৃষি অফিসারকে এ প্রশিক্ষণ দেয়া হবে।

[৩] কৃষি অধিদপ্তরের অধীনে মেট্রোপলিটন কৃষি অফিস, গুলশান বিভাগ থেকে শনিবার ও রোববার (৭ জুন) এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিচালনায় ছিলেন, মেট্রোপলিটন কৃষি অফিসার (গুলশান) সাবেরা আক্তার, নগর কৃষি উৎপাদন সহায়ক পাইলট প্রকল্পের প্রকল্প পরিচালক তাহেরুল ইসলাম। আকামু গিয়াস উদ্দিন মিল্কি অডিটরিয়াম ও কনফারেন্স হল দুটিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

[৪] কৃষিবিদ সাবেরা আক্তার জানান, ঢাকায় ১২ হাজার ছাদ বাগান উদ্যোক্তা রয়েছেন, এর মধ্যে গুলশান জোনে ১ হাজার ৩০০ জন। এছাড়াও জোনটিতে আঙ্গিনায় বাগান উদ্যোক্তার সংখ্যা ৬০৯ জন।

[৫] ছাদ বাগানের উপকারিতা নিয়ে তিনি বলেন, নিরাপদ সবজি ও ফল পেতে এ পদ্ধতি সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষা, চিত্ত বিনোদন ও আত্ম কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

[৬] কৃষিবিদ তাহেরুল ইসলাম বলেন, কর্মশালায় ছাদ বাগানে মাটি নির্বাচন, সার প্রয়োগসহ নানা কৌশল প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের সার্টিফিকেট দেয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত ৬০০ উদ্যোক্তাকে প্রকল্পটি থেকে প্রয়োজনীয় উপাদান সরবরাহ ও পরামর্শ দেয়া হচ্ছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়