শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণায় করোনা পরিস্থিতিতে যাত্রী শিল্পীদের পাশে জেলা প্রশাসন

সুস্থির সরকার, নেত্রকোণা: [২] করোনা পরিস্থিতির তান্ডবে গোটা পৃথিবী আজ থমকে গেছে। সকল স্থরেই ভয়াবহ বিপর্যয়। সমাজের নিম্ন আয়ের মানুষগুলোর দিকে ক্রমেই মহাদুর্দিনের হাতছানি। মাননীয় প্রধানমন্ত্রীর ছিন্নমূল মানুষদের সহায়তা নিয়ে নেত্রকোণা জেলা প্রশাসন কর্মকর্তাগণ দাড়িয়েছে জেলার যাত্রা শিল্পীদের পাশে।

[৩] নেত্রকোণা জেলা প্রশাসক মঈন উল ইসলাম জানান, “আমরা জেনেছি জেলার প্রোফেশনাল যাত্রা শিল্পীবৃন্দ নিদারুন কষ্টে দিন যাপন করছেন। তাই তাদের একটি তালিকা প্রস্তুত করে প্রায় ১০০ জন যাত্রা শিল্পীকে আর্থিক সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছি।”

[৪] দৈনিক আমাদের নতুন সময় পত্রিকায় যাত্রী শিল্পী সুরভী সাহার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর নেত্রকোণা জেলা প্রশাসক মঈন উল ইসলাম ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায় অসুস্থ সুরভীর খোঁজ খবর নেন এবং তাকে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা করেন।

[৫] বর্তমানে সুরভী নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সাথে কথা বলে জানা যায় যে, জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যান সহায়তায় তিনি চিকিৎসা নিতে পারছেন। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। চিকিৎসা সংক্রান্ত সার্বিক সহযোগিতা করছেন এআরএফবি চেয়ারম্যান দিলওয়ার খান, জানিয়েছেন সুরভী।

[৬[ যাত্রা মঞ্চে অভিনয় করে মানুষকে আজীবন বিনোদন দিয়ে আসা এই যাত্রা শিল্পী সকলের কাছে তার সুস্থ জীবন ফিরে পেতে আশীর্বাদ প্রার্থনা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়