শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আইপিএল আয়োজন করতে ভারতের কাছে প্রস্তাব পাঠিয়েছে আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক : [২] ভারতের ইচ্ছা প্রকাশ করার পর সংযুক্ত আরব আমিরাত আগ্রহ দেখিয়েছে আইপিএল আয়োজন করার। ১৩তম আইপিএল আয়োজন নিয়ে ঝামেলায় পড়েছে ভারতীয় বোর্ড। করোনা ভাইরাসের কারণে খেলা বন্ধ আছে। কিন্তু অন্যান্য দেশ খেলা মাঠে ফেরাতে শুরু করেছে।

[৩] এমতাবস্থায় ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই এ বছরের আইপিএল অন্য দেশের ভেন্যুতে আয়োজন করতে চেয়েছে ভারত। সেই সূত্রে ভারতীয় বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড।

[৪] ইউএই নিশ্চিত করেছে যে তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ত্রয়োদশ আসর আয়োজন করার আগ্রহ দেখিয়েছে। যদি ভারতীয় ক্রিকেট বোর্ড এবারের আইপিএল ভারতে আয়োজন না করতে চায় তাহলে আরব আমিরাত সেটা করতে চায়।

[৫] আইপিএলের এবারের আসর মাঠে গড়ানোর কথা ছিল চলতি বছরের মার্চের শেষভাগে। তবে করোনা ভাইরাসের কারণে কয়েকদফা স্থগিত হয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টটি। এমনটি গুঞ্জন রয়েছে যে অস্ট্রেলিয়ায় যদি এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা না হয় তাহলে অক্টোবরের উইন্ডোতে আইপিএল হতে পারে।

[৬] দুইবাইভিত্তিক গালফ নিউজে একটি প্রতিবেদনে বলা হয়েছে আইপিএলের আয়োজক হবার জন্য বিসিসিআইকে প্রস্তাব দিয়েছে ইউএই বোর্ড। ইউএই ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি মোবাশ্বের উসমানি বলেন, এর আগে নিরপেক্ষ ভেন্যু হিসাবে বেশ কিছু দ্বিপাক্ষিক ও বহুজাতিক টুর্নামেন্ট আয়োজনের সফল ইতিহাস আছে আমাদের। সবধরণের ক্রিকেটের জন্য আমাদের সুযোগ-সুবিধা সম্পন্ন ভেন্যু সবার আকর্ষণের কারণ।’

[৭] এর আগে আইপিএলের ২০০৯ সালের আসরের পুরোটা দক্ষিণ আফ্রিকায় হয়েছিল। ২০১৪ সালের শুরুর দিকের বেশ কয়েকটি ম্যাচ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়