শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নোয়াখালীতে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা হাজার ছাড়ালো

অহিদ মুকুল, নোয়াখালী প্রতিনিধি : [২] জেলায় নতুন করে আরো ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার একজনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। এ নিয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের।

[৩] রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

[৪] তিনি বলেন, গত ৪ ও ৫ই জুন করোনা সন্দেহে ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ৬ই জুন রাতে তাদের রিপোর্ট করোনা পজিটিভ আসে।

[৫] মোট আক্রান্তদের মধ্যে ৩৮ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৭৬৮ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ১৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ২৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

[৬] তিনি আরো বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিলেন। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।

[৭] জেলার বেগমগঞ্জে সর্বোচ্চ ৪৫৫ জন, সদরে ২৩৬ জন, চাটখিলে ৭১ জন, সোনাইমুড়ীতে ৫৫ জন, কবিরহাটে ৭৫ জন, কোম্পানীগঞ্জে ৯ জন, সেনবাগে ৬৬ জন, হাতিয়া ৬ জন ও সুবর্ণচরে ২৮ জনসহ জেলায় মোট ১ হাজার একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

[৮] শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ৭ই জুন পর্যন্ত তৃতীয় দফায় লকডাউন করা হযেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়