শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কোভিড১৯ উপসর্গ নিয়ে এক যুবকরে মৃত্য

সোহেল হোসাইন , মানিকগঞ্জ প্রতিনিধি: [২] রোববার সকাল পৌনে ৭টার দিকে তিনি মারা যান। হাসপাতালটির তত্ত্বাবধায়ত ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য জানিয়েছেন।

[৩] তিনি বলেন, ‘মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামের ওই যুবক (সাদ্দাম হোসেন, (২৬) পিতা-নায়েব আলী) শরীরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রোববার সকাল সাড়ে ৬য়টার দিকে জেলা হাসপাতালের জরুরী বিভাগ আসেন। কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ভর্তি করার ১৫ মিনটের মাথায়ই তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত হতে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউশনে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

[৪] এনিয়ে জেলায় উপসর্গ নিয়ে মারা গেলেন ১৫জন। নিহতদের মধ্যে ১০জন পুরুষ, ৪ জন নারী ও ১জন কিশোর। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩জন। এদের মধ্যে দুই জন সিংগাইর উপজেলায় এবং অন্যজন হরিরামপুর উপজেলায়।

[৫] এদিকে, মানিকগঞ্জে নতুন করে আরও ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৩০৫ জন। আক্রান্তদের মধ্যে সাটুরিয়া উপজেলায় ৯জন, মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় ৬ জন করে, দৌলতপুর উপজেলায় ৩জন ও ঘিওর উপজেলায় রয়েছেন ২ জন।আজ (রবিবার) সকালে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফসিার ডা. রফিকুন নাহার বন্যা।

[৬] তিনি বলেন, ‘এ পর্যন্ত মোট তিন হাজার ২৪৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুই হাজার ৯১০টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ৩০৫জনের দেহে। এর মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৮৪ জন, সাটুরিয়া উপজেলায় ৬৭জন, সিংগাইর উপজেলায় ৬০ জন করে, ঘিওর উপজেলায় রয়েছেন ৪৫ জন, হরিরামপুর উপজেলায় ২৮, শিবালয় উপজেলায় ২২ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ৯জন।’

[৭] আক্রান্তদের মধ্যে ২২ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ২১৫ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। সুস্থ হয়েছেন ৮৭জন এবং মারা গেছেন ৩জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়