শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহেদা ইসলাম : বৃদ্ধাবস্থায় সংগসাহায্য পেতে সুইজারল্যান্ডে কাজ করছে অভিনব প্রকল্প TIME BANK

সুইজারল্যান্ডে পড়াশুনা করার সময় আমি স্কুলের নিকট একটি বাসা ভাড়া করে থাকতাম। ৬৭ বছর বয়সী বাড়ির মালকিন ক্রিষ্টিনা ছিলেন একা মানুষ। তিনি অবসর নেওয়ার আগে একটি মাধ্যমিক স্কুলে পড়াতেন। সুইজারল্যান্ডের পেনশন বেশ ভালোই। শেষ বয়সে অন্ন বস্ত্র বাসস্থানের কোন অসুবিধাই নেই। কিন্তু তা সত্বেও ক্রিষ্টিনা ৮৭ বছর বয়সী একজন একক পুরুষের দেখাশুনা করার কাজ করতেন। একদিন আমি জিজ্ঞাসা করলাম তুমি কি টাকার জন্য কাজ কর? তাঁর জবাব শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। তিনি বললেন "কাজের বিনিময়ে আমি টাকা নিইনা। যতটুকু সময় কাজ করি সেটা time bank এ জমা করে দিই। যখন বুড়ো বয়সে নড়তে চড়তে পারবোনা তখন আমি ঐ জমা সময় withdraw করবো" আমি time bank সম্বন্ধে এই প্রথম শুনলাম। আগ্রহান্বিত হয়ে মালকিনকে প্রশ্ন করে অনেককিছু জানতে পারলাম।

Time bank মূলতঃ Swiss Federal Ministry of Social Security কর্তৃক উদ্ভাবিত একটি অবসরকালীন ভাতা প্রকল্প। এতে কমবয়সীরা কর্মক্ষম অবস্থায় বয়স্ক মানুষদের যতটা সময় ধরে সেবা প্রদান করবেন সেই সময়টা ব্যাংকে জমা থাকবে। যখন তাঁরা জীবনের যে কোন সময় অসুস্থ বা অক্ষম হয়ে পড়বেন সেই সঞ্চিত সময় ব্যাংক থেকে তুলতে পারবেন। অর্থাৎ ব্যাংকের নির্ধারিত কেউ এসে তাঁকে নিঃশুল্কভাবে সেবা প্রদান করবেন।

এই প্রকল্পের দরখাস্তকারিরা হবেন স্বাস্থ্যবান, কথাবার্তায় কুশলী এবং ভালোবাসা প্রবন। তাঁদের বয়স্ক মানুষের প্রয়োজনে সেবা প্রদানের জন্য প্রস্তুত থাকতে হবে। তাঁদের সেবাতে প্রদত্ত সময় social security system এর personal time খাতায় জমা থাকবে। মালকিন সপ্তাহে দুদিন দুঘন্টা করে সেবায় বেরোতেন। এই সময় তিনি বয়স্ক মানুষের জন্য বাজার করা, ঘর পরিষ্কার করা, তাঁকে রোদে নিয়ে যাওয়া, গল্প করা ইত্যাদি করতেন।

চূক্তি অনুযায়ী এইভাবে একবছর সেবা প্রদানের পর time bank তাঁর প্রদত্ত সেবা হিসাব করে পাশ বই এর মত একটি  প্রদান করবে। যখন সেবাপ্রদানকারীর তাঁর নিজের সেবার জন্য কাউকে প্রয়োজন হবে তখন তিনি time bank cardটি ব্যবহার করে time and time interest তোলার অভিপ্রায় জানাবেন। Time bank তখন অন্য একজন volunteer কে প্রার্থীর বাড়িতে বা হাসপাতালে সেবা প্রদানের দায়িত্ব দেবেন। একদিন আমি তখন স্কুলে, মালকিন ফোনে জানালেন তিনি টুলে উঠে জানালার কাঁচ পরিষ্কার করতে গিয়ে টুল উল্টে পড়ে গিয়েছেন। আমি ছুটি নিয়ে তাড়াতাড়ি বাড়ি এসে তাঁকে হাসপাতালে নিয়ে গেলাম। ওনার গোড়ালি fracture হয়েছিল, তাই বেশকিছুদিন শয্যাসায়ী থাকার দরকার।

আমি যখন ওনাকে সেবা প্রদানের জন্য স্কুলে ছুটির দরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছি তিনি বললেন আমার চাপ নেওয়ার কোন দরকার নেই কারন তিনি ইতিমধ্যে time bank এ সময় তুলে নেওয়ার দরখাস্ত জমা করে দিয়েছেন। অবাক হয়ে দেখলাম time bank দু ঘন্টার মধ্যেই মালকিনের দেখভালের জন্য একজন সেবাকর্মীকে পাঠিয়ে দিয়েছেন। পরের একমাস ধরে তিনি প্রতিদিন সেবা ছাড়াও মালকিনের সঙ্গে গল্প করা এবং তার জন্য পুষ্টিকর খাবার বানানো এইসব করতেন। তাঁর নিখুঁত সেবায় মালকিন সেরে উঠে আবার পূর্বের সেবাকর্মে যোগদান করলেন। তিনি বললেন যতদিন পারছেন তিনি আরো কিছু সময় time bank এ জমা করে ফেলতে চান।

আজ time bank কে ব্যবহার করে সুইজারল্যান্ডে বার্দ্ধক্যে সেবা প্রদান খুব জনপ্রিয়তা পেয়েছে। তাতে দেশের অবসরকালীন খরচ কমার সাথে সাথে অনেক সামাজিক সমস্যার সমাধান হয়েছে। Swiss Pension Organisation এর একটি  Survey থেকে জানা গিয়েছে অর্দ্ধেকের বেশী সুইস নাগরিক এই ধরনের বার্দ্ধক্যকালীন সেবায় অংশগ্রহন করার পক্ষে মত দিয়েছেন। সুইস সরকার আইন করে এই time bank অবসরকালীন প্রকল্পকে অনুমোদন দিয়েছেন। এই ধরনের প্রকল্প Bangladesh-র মত উন্নতশীল দেশে বিশেষভাবে কার্যকর হতে পারে! লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়