শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় জীবনের শেষ গল্প কৃষক ও দর্জির

আবদুল ওহাব : [২] বগুড়া সদর উপজেলার খামারকান্দি গ্রামের কৃষক দুলাল হোসেন (৪০) ও দর্জি দেলোয়ার হোসেন (৪৫) দুইজন প্রতিবেশী। সকালে ঘুম থেকে ওঠে বাড়ির বাহিরে গিয়ে প্রকৃতির সৌন্দর্য্য দেখতে দেখতে মহাসড়কের ধারে গল্প করছিলেন হঠাৎ নিয়ন্ত্রনহীন একটি খাদ্যপণ্যবাহী পিকআপ ভ্যান ওই দুজনকে চাপা দিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে। পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হন দুই প্রতিবেশী।

[৩] শনিবার ৬ জুন এভােবেই জীবনের শেষ গল্প করে মৃত্যুর কোলে ঢোলে পড়েন ওই কৃষক ও দর্জি। বগুড়ার দ্বিতীয় বাইপাস ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

[৪] স্থানীয়রা জানান, অনেকের মত তারাও ভোরে উঠে সকালে হাটাহাটি করছিল। এক পর্যায়ে দুই প্রতিবেশির দেখা হলে বাইপাস সড়কের পাশে বসে দুজনে গল্প করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুজনকে চাপা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রতিবেশীদের ধারনা - এটাই যে তাদের জীবনের শেষ গল্প সেটাই বুঝি নিয়তি লিখে রেখেছিলেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, পিকআপ ভ্যানের চালক ও সহকারী পলাতক রয়েছে। তবে পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়