শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় জাতীয় আয়ে ৬.৬ বিলিয়ন ডলার ধস দেখছে কলাম্বিয়া

মুসা আহমেদ: [২] করোনা মহামারীতে তেলের ব্যাপক দরপতনে অর্থনৈতিকভাবে চরম বিপর্যস্ত কলাম্বিয়া। ফলে চলতি বছরের জাতীয় আয়ে ৬.৫৮ বিলিয়ন ডলার ধসের সম্ভাবনা দেখছে দেশটির সরকার। রয়টার্স

[৩] দেশটির অর্থমন্ত্রণালয় জানায়, এ বছর অর্থনীতি মোট জিডিপির ৫.৫ শতাংশ কমে যাবে। তবে পতন মোকাবেলায় সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দিতে এরইমধ্যে বিভিন্ন উৎস থেকে ২৩.৮৫ ট্রিলিয়ন ঋণ সংগ্রহ করা হয়েছে।

[৪] দেশটির সরকারি তথ্যমতে, অর্থনৈতিক ধস পুনরুদ্ধারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ সহায়তায় আন্তর্জাতিক ও স্থানীয় বন্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। আইএমএফ থেকে গৃহীত এ ঋণ দেশটির মুদ্রা পেসোর অর্থপ্রবাহ বাড়ানোর ক্ষেত্রে ব্যবহৃত হবে।

[৫] দেশটির আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংকের পরিচালক সিজার আরিয়াস বলেন, প্রথমবারের মত আমরা ৩০ বছর মেয়াদী বন্ড ইস্যু করতে যাচ্ছি। এতে ২ ট্রিলিয়ন পেসোর আর্থিক তহবিল গঠন করার ক্ষেত্রে আশা দেখছে সরকার।

[৬] করোনা বিস্তার রোধে ডাকা লকডাউনে অর্থনৈতিক কর্মকান্ড থমকে যাওয়ায় জাতীয় আয় কমে যাবে দেশটির। ইতিমধ্যে কিছু কিছু অঞ্চলে লকডাউন শিথিল হওয়ায় বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু হলেও বিক্রয় রাজস্ব সংগ্রহ বড় অংশে কমে যাবে বলে মনে করছে অর্থনীতি বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়