শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘদিন বন্ধ থাকার পর দ্রুতই যশোর বিমান বন্দর চালুর উদ্যোগ

যশোর প্রতিনিধি : [২] শনিবার ৬ জুন করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত যশোর জেলা কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। সভায় সিভিল সার্জন শেখ আবু শাহিনকে মেডিকেল টিমের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

[৩] যশোর বিমান বন্দর চালুর জন্য কর্তৃপক্ষ প্রায় দুই মাস আগে প্রয়োজনীয় সরঞ্জামসহ মেডিকেল টিম চেয়েছিলেন। কিন্তু সেই চাওয়া আজও পূরণ হয়নি।

[৪] করোনা ভাইরাস সংক্রমনের কারণে দুই মাসের বেশি সাধারণ ছুটি শেষ হওয়ার পর দেশের চারটি এয়ারপোর্ট খুলে দেওয়া হয়েছে। কিন্তু খোলেনি ডোমেস্টিক রুটের গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট যশোর।

[৫] শনিবার ৬ জুন অনুষ্ঠিত করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি'র সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনায় এই বিমান বন্দরে দ্রুত একটি মেডিকেল টিম নিয়োজিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে দায়িত্ব দেয়া হয়।
সভায় সিভিল সার্জন জানিয়েছেন, তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

[৬] সাধারণ ছুটি শেষে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর এয়ারপোর্ট ব্যবহার করে উড়োজাহাজ চলাচল করছে। অবশ্য আগে থেকেই রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর সীমিত আকারে চালু ছিল। চালু হওয়া অন্য তিনটি এয়ারপোর্টের মধ্যে চট্টগ্রাম ও সিলেটে আন্তর্জাতিক রুটের ফ্লাইট চালু রয়েছে। সেখানে আগে থেকেই মেডিকেল টিম কাজ করছে। লকডাউনের কিছুদিন আগে সৈয়দপুর এয়ারপোর্ট কর্তৃপক্ষ মেডিকেল টিম পায়।

[৭] দেশের বিমান বন্দর গুলোর মধ্যে এখনো বন্ধ রয়েছে যশোর, রাজশাহী, কক্সবাজার ও বরিশাল। বিমানের যাত্রীদের মধ্যে কোনো সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন কি-না তা যাচাই বাছাই করার সুযোগ না থাকায় এই বিমান বন্দর গুলো এখনো চালু হয়নি।

[৮] দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র বিমানবন্দর যশোরে অবস্থিত। প্রাচীন এই বিমান বন্দরটি সাময়িক বন্ধ হয়ে যাওয়ার আগে প্রতিদিন সরকারি-বেসরকারি মিলে ১২টি ফ্লাইট চলাচল করতো। এর মধ্যে ইউএস-বাংলার ছয়টি, নভোএয়ারের পাঁচটি ও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যাত্রী নিয়ে ঢাকায় যাওয়া-আসা করতো।

[৯] যশোরের এয়ারপোর্ট ম্যানেজার মো. মাসুদুল হক শনিবার দুপুরে বলেন, 'এই বিমান বন্দরে একটি মেডিকেল টিমের জন্য প্রায় দুই মাস আগে আমাদের হেড কোয়ার্টারের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাড়া মেলেনি। শনিবার ৬ জুন আবার হেড কোয়ার্টারে বিষয়টি নিয়ে কথা বলেছি। শুক্রবার ৫ জুন যোগাযোগ করা হয় যশোরের সিভিল সার্জনের সঙ্গে। তিনি জানান, বিমান বন্দরে মেডিকেল টিম দেয়ার কোনো নির্দেশনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো দেননি।'

[১০] এয়ারপোর্ট ম্যানেজার মাসুদুল হক জানান, যশোর বিমানবন্দরে এখন শুধু কার্গো ও রোগী বহনকারী হেলিকপ্টার চলছে। মেডিকেল টিম নিযুক্ত করা হলে এই এয়ারপোর্ট থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করতে আর কোনো সমস্যা থাকবে না। মেডিকেল টিমের ব্যবহারের জন্য কক্ষ বরাদ্দ করার প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান।

[১১] এই বিষয়ে যোগাযোগ করা হলে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, বিমান বন্দরে মেডিকেল টিম নিযুক্ত করতে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

[১২] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকেও বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে, সিভিল সার্জন তা-ও নিশ্চিত করেন।

[১৩] 'করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত যশোর জেলা কমিটি'র সভাপতি প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে। বিমান বন্দরে মেডিকেল টিম নিযুক্ত করতে হবে। সিভিল সার্জন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়