শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২০, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোভিড-১৯ থেকে সুস্থ হলেন আনসারের ২০১ সদস্য

সুজন কৈরী : [২] শনিবার বিকেল পর্যন্ত বাহিনয়র উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ৩৮৬ জন সদস্য কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৩০০ ও বাইরে ৮৬ জন রয়েছেন। শনিবার বিকেল পর্যন্ত মারা গেছেন বাহিনীর ১ জন সদস্য।

[৩] বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে ২৪ ঘন্টায় কোভিড-১৯ শনাক্ত হয়েছেন বহিনীর ৪ জন সদস্য।

[৪] শনাক্ত ৩৮৬ জনের মধ্যে একজন বাহিনীর ২ জন কর্মকর্তা, ১১২ জন ব্যাটালিয়ন আনসার, ২৬৫ জন অঙ্গীভূত আনসার, একজন বিশেষ আনসার, একজন সিগন্যাল অপারেটর, একজন নার্সিং সহকারী, ২ জন মহিলা আনসার, একজন ভিডিপি সদস্য এবং একজন আনসার কমান্ডার রয়েছেন। তাদের মধ্যে ৮২ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ১৮৬ জন অঙ্গীভূত সাধারণ আনসার ডিএমপির সঙ্গে ও বাকিরা সদর দপ্তরসহ বিভিন্ন জেলায় কর্মরত।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্তদের মধ্যে শনিবার বিকেল পর্যন্ত ৭৬ জন ব্যাটালিয়ন আনসার, ১২০ জন অঙ্গীভূত সাধারণ আনসার, একজন নার্সিং সহকারী, একজন সিগন্যাল অপারেটর, একজন ভিডিপি সদস্য এবং একজন মহিলা আনসার সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৫৩ শতাংশ। তারা করোনাযুদ্ধে জয়ী হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করে আবারও দায়িত্ব ও সেবামূলক কাজ করছেন।

[৬] শনাক্তদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে ৩৪ জন, প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেল কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৬ জন। এছাড়া উপসর্গ নিয়ে ঢামেক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে বাহিনীর ৮৮ জন সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

[৭] আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নানা উদ্যোগের ফলে করোনা শনাক্তরা আনসার সদস্যরা দ্রুত সুস্থ হয়ে কর্মস্থলে ফিরছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়