শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২০, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ চিকিৎসায় উত্তরায় ৩০০ শয্যার হাসপাতালের যাত্রা শুরু

লাইজুল ইসলাম : [২] কোভিড-১৯ চিকিৎসায় যুক্ত হলো আরও একটি বেসরকারি হাসপাতাল। রাজধানীর উত্তরায় তিনশ শয্যার জাপান-ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালটিকে শনিবার থেকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে।

[৩] এ সময় কোভিড-১৯ চিকিৎসায় এগিয়ে আসায় জাপান-ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি দেশের অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান।

[৪] হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক মোয়াজ্জেম হোসেন জানান, কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হবে। রোববার থেকে রোগী ভর্তির কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে হাসপাতালে নিজস্ব পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। যেখানে প্রতিদিন গড়ে ১ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করা যাবে।

[৫] তিনি জানান, বাংলাদেশ ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ, জাপানের গ্রিন হাসপাতাল সাপ্লাই এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার যৌথ উদ্যোগে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে।

[৬] মোয়াজ্জেম হোসেন জানান, এই হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন জাপানি চিকিৎসকেরা। কোভিড আক্রান্ত চিকিৎসকদের চিকিৎসার বিষয়টি অগ্রাধিকার দেয়া হবে। চিকিৎসকদের জন্য ২০টি শয্যা বরাদ্দ থাকবে।

[৭] মোয়াজ্জেম বলেন, তিনশ’ শয্যার মধ্যে ২৪টি নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ থাকবে। আর আইসোলেশন বেড থাকবে মোট ৩৬টি। এই হাসপাতালের বিশেষত্ব হচ্ছে, ভর্তি রোগীদের সর্বশেষ আপডেট তথ্য অনলাইনে রোগীর স্বজনরা জানতে পারবেন।

[৮] শনিবার (৬ জুন) দুপুরে অনলাইনে নতুন করোনা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়