জিএম মিজান: [২] শুক্রবার রাতে গোকুল এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়।
[৩] জানা যায়, সদর উপজেলার গোকুল এলাকায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চাল উদ্ধারকৃত ওই পরিত্যক্ত ঘরটি একসময় গোকুল বহুমুখী সমবায় সমিতির কার্যালয় ছিলো। দীর্ঘদিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা ওই পরিত্যক্ত ঘরে কয়েক বস্তা চাল দেখতে পেয়ে জরুরি সেবার হটলাইন (৯৯৯) নম্বরে ফোন দেন। রাতে সদর থানা পুলিশ সেখান থেকে চালগুলো উদ্ধার করে।
[৪] সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এ প্রতিবেদ-কে বলেন, ৩৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বস্তা দেখেই পুলিশ নিশ্চিত হয়েছে এগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল। কালোবাজারে ক্রয় করে এগুলো মজুদ করেছে। এই চাল কালোবাজারীর সঙ্গে কে বা কাহারা জরিত তা উদঘটনের জন্য পুলিশ তদন্ত করছে। সম্পাদনা: জেরিন আহমেদ