শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২.[১] মৌলভীবাজারে কোভিড-১৯ শনাক্ত ১৫০, চার উপজেলায় ৯ বাড়ি লক ডাউন

স্বপন দেব :[২] মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এ সংখ্যা নিশ্চিত করেছেন।

[৩] ডা. তওহীদ জানান, শনাক্ত ৯ জনের মধ্যে মৌলভীবাজার সদরে ১ জন, কুলাউড়ায় ৪ জন ও বড়লেখায় ২ জন ও জুড়ী ২ জন রয়েছেন। এদের মধ্যে ফায়ারম্যান ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় মোট ১৫৩ জন করোনা শনাক্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪ জনের এবং সুস্থ হয়েছেন ৫৬ জন।

[৫] অন্যদিকে, জুড়ীতে দুই জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের একজন ব্যবসায়ী তার বাড়ি ভোগতেরা গ্রামে। অপরজন স্বাস্থ্যকর্মী। এনিয়ে জুড়ীতে ১৪ জনের করোনা শনাক্ত হলো।
[৬] জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, গত ৩১ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। শুক্রবার রাতে রিপোর্ট পজিটিভ আসে। তাদের শরীরে কোন লক্ষণ ছিল না।

[৭] বড়লেখায় করোনাভাইরাস শনাক্ত দু'জনের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান ও পুলিশ প্রশাসন তাদের বাড়ি লকডাউন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস উপস্থিত ছিলেন।

[৮] অন্যদিকে, কুলাউড়া উপজেলার মাগুরা আ. এলাকার একজনের করোনা শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি(৫০) জুড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের এসিস্ট্যান্ট হেড ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। শুক্রবার রাতে এ তথ্যটি জানিয়েছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কমর্র্কতা ডা. নুরুল হক। এ পর্যন্ত কুলাউড়ায় একদিনে করোনা শনাক্ত হয়েছে ৪ জন। মোট শনাক্ত হয়েছে ২৩ জন।

[৯] কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, শনাক্ত ৪ জনকে তাদের বাড়িতেই আইসোলেশনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়