শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘তোমার ব্যথা আমার ব্যথা’, বিশ্বব্যাপী বর্ণবাদবিরোধী প্রতিবাদে সোচ্চার

শাহনাজ বেগম : [২] যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকে কেন্দ্র করে শুক্রবার বিশ্বব্যাপী বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসে এবং অনেকে ‘তোমার লড়াই আমার লড়াই’ লেখা ব্যানার নিয়ে স্লোগান দেয়। রয়টার্স

[৩] জার্মানি ফ্রাঙ্কফুর্ট এবং হামবার্গে ১০ হাজারের বেশি মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে।

[৪] তবে বেশিরভাগ দেশে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে সতর্ক করে কর্তৃপক্ষ। অনেক বিক্ষোভকারী কালো মাস্ক ব্যবহার করে আবার অনেকে কালো মুষ্টি বদ্ধ হাতের ছবির রুমালে মুখ ঢেকে প্রতিবাদে অংশ নেয়।

[৫] লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি প্রকাশের জন্য অনেকেই হাঁটু ভাজ করে বসে থাকে। সে সময় বিক্ষোভকারীরা ‘হোয়াইট পিপল মাস্ট ডু মোর’ এবং ‘জাস্টিস ফর বেলি মুজিংগা’ লেখা প্লাকার্ড নিয়ে র‌্যালিতে যোগ দেন। প্রেস ফ্রম

[৬] জার্মানীর আইন সংস্থার কর্মী ২১ বছর বয়সী অ্যাডা অফার বলেছেন, ভবিষ্যতে এই জাতীয় ঘটনাগুলো বন্ধ করতে চাই এবং সমাজ সংস্কার কওে এমন এক সমাজ তৈরি করতে চাই যেখানে কৃষ্ণাঙ্গদের সঙ্গে সমান আচরণ করা হয়।

[৭] অস্ট্রেলিয়ায় বিক্ষোভকারীরা ক্যানবেরার পার্লামেন্ট হাউসের সামনে এবং মার্কিন দূতাবাসের কাছে জড়ো হয়ে ‘ দেয়ার আর নো রেসেস জাস্ট ওয়ান স্পাইসিস’ লেখা প্লাকার্ড হাতে শ্লোগান দিতে থাকে।

[৭] নরওয়ের কয়েক হাজার বিক্ষোভকারী সামাজিক দূরত্ব নির্দেশিকা উপেক্ষা করলেও তারা মাস্ক ব্যবহার করে পার্লামেন্টের সামনে এবং মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ করে।

[৮] শুক্রবার নেদারল্যান্ডস, লাইবেরিয়া, ইতালি, কানাডা এবং গ্রিসেও বর্ণবাদবিরোধী সমাবেশে যোগ দেয়। শনিবারও তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে বলে জানায়। এপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়