শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে ফজলে রাব্বী চৌধুরীর দাফন সম্পন্ন

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ[২] শুক্রবার জুমার নামাজের পর গহিরা এজে. ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ গহিরাস্থ নিজ বাড়ির বক্স আলী চৌধুরী জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার পাশেই দাফন করা হয়।

[৩] ফজলে রাব্বির কাঠ-কাঁদে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন তাঁর ছোট ভাই ফজলে করিম চৌধুরী এমপি ও পরিবারবর্গ- আত্মীয়স্বজনরা।জানাজার ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী।জানাযায় মরহুমের স্মৃতিময় কথা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই সাংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী এমপি,এবি এম ফজলে শহীদ চৌধুরী,ভাতিজা ফারাজ করিম চৌধুরী, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ,ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব,বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী,রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান,রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইমলাম,জমির উদ্দিন পারভেজ।

[৪] উল্লেখ্য, ফজলে রাব্বি চৌধুরী ৪ জুন বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা এ.কে.এম ফজলুল কবির চৌধুরী ও সাজেদা কবির চৌধুরীর ৫ ছেলে ৩ মেয়ের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান। জানাযা শেষে তাহার কবরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়