শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুথের মাধ্যমে কোভিড ১৯ নমুনা সংগ্রহের কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়

শাহীন খন্দকার : [২] করোনা পরীক্ষায় ভোগান্তি কমাতে ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে নমুনা সংগ্রহের কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা মনে করেন, নমুনা পরীক্ষায় ধীরগতি বাড়াচ্ছে সংক্রমণের ঝুঁকি। তবে সুষ্ঠু ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ হলে অনেকটাই কমবে সে ঝুঁকি।

[৩] তবে সতর্ক নজরদারিতে নিশ্চিত করতে হবে বুথের সর্বোচ্চ সুরক্ষা। অনেকেই বয়ে বেড়াচ্ছেন কোভিড নাইন্টিনের লক্ষণ-উপসর্গ। নমুনা পরীক্ষার জন্য নেই চেষ্টার কোনো কমতি, কিন্তু পিছু ছাড়ছে না বিড়ম্বনা আর সময়ের অপচয়।

[৪] দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যা অনুপাতে নমুনা পরীক্ষার তালিকায় প্রায় তলানিতে বাংলাদেশের অবস্থান। বিপরীতে নমুনা পরীক্ষা অনুপাতে রোগী শনাক্ত হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ। গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই শনাক্তের হার ঘুরপাক পাচ্ছে (৫ জুন) গত ২৪ ঘন্টায় ৫০টি ল্যাবেমোট নমুনা সংগ্রহ হয়েছে ১৪,৬৪৫টি, পরীক্ষা হয়েছে ১৪,০৮৮টি এবং ২,৮২৮জন নতুন রোগীসহ মোট সনাক্ত ৬০,৩৯১জন, গত ২৪ ঘন্টায় সনাক্তের হার ২০.০৭%। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন এবং এপর্যন্ত সুস্থ হয়েছেন ১২,৮০৪ জন, সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.২০%। তাই খুব দ্রওত স্বাস্থ্য আন্ত:মন্ত্রনালয় সভায় সিদ্ধান্ত হতে যাচ্ছে বলে সুত্রে জানা যায় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়