শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গাদের জন্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

সিরাজুল ইসলাম: [২] বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

[৩] এতে আরও বলা হয়, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে বিশ্বব্যাংক ১৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। রোহিঙ্গাদের জন্য ঘোষিত অনুদান এরই একটা অংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে ডব্লিউএফপি। রোহিঙ্গাদের কাজের সুযোগ সৃষ্টি ও কমিউনিটিভিত্তিক সেবার কাজে এই তিন কোটি ৫০ লাখ (৩৫ মিলিয়ন) মার্কিন ডলার ব্যয় করা হবে। এ প্রকল্পে কোভিড-১৯ বিষয়ক মানবিক সাড়াদানের অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে সাত লাখ মানুষের জন্য খাদ্য সহায়তা হবে। এ প্রকল্পে প্রায় ৪০ হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গার পরিবারের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। ক্যাম্পের অবস্থার উন্নয়নের জন্য বনায়নসহ মানুষের জন্য প্রবেশপথ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন কাজ করা হবে।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯-এর কারণে বিভিন্ন বিধিনিষেধ শেষ হওয়ার পর এই প্রকল্পের আওতায় ক্যাম্পে অত্যন্ত ঝুঁকিতে থাকা পরিবারগুলোর জন্য আত্মনির্ভরশীলতার সুযোগ বৃদ্ধি করা হবে ও সামাজিক সুসংগতি বৃদ্ধির লক্ষ্যে তরুণদের জন্য স্বেচ্ছাসেবীভিত্তিক কাজের সুযোগ সৃষ্টি করা হবে। এ ছাড়া ৬০ হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো ও সামাজিক সহনশীলতা বৃদ্ধি করা, স্বল্পমেয়াদি কমিউনিটি সেবাদান, স্বেচ্ছাসেবী সহায়তা ও প্রশিক্ষণ কোর্স দেওয়ার কার্যক্রম বাস্তবায়ন করা হবে এ প্রকল্পের মাধ্যমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়