শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে নৌকাডুবি, ৫ জন নিখোঁজ

হারুন-অর-রশীদ : [২] ফরিদপুরের সদরপুর উপজেলার শয়তানখালীর পদ্মা নদী অংশে নৌকা ডুবিতে ৫ জন দিনমুজুর নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার (৫জুন) সকালে এ নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে । এ ঘটনায় সদরপুর উপজেলা প্রশাসনের পক্ষ হতে উদ্ধার কাজ চলছে।

[৩] সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পুরবী গোলদার গণমাধ্যমকে জানান, সদরপুরের লালন ফকির নামের জনৈক কৃষক উপজলার চরনাসিরপুর ইউনিয়নের দিয়ারারচর এলাকায় তার জমির বাদাম কাটার জন্য ২৬ জন দিন মজুর নিয়ে যাচ্ছিল। এসময় পদ্মা নদীর শয়তাখালী এলাকায় আসলে নৌকাটি ডুবে যায়। এসময় তিনি আরো জানায়, নদীর অতিরিক্ত স্রোত এবং ছোট নৌকায় বেশী লোক হওয়ার কারণে নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ২১ জন পাড়ে উঠতে পারলেও ৫ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।

[৪] নিখোঁজ পাচঁ শ্রমিকের মধ্যে দুজনের বাড়ি সদরপুরে বাকি তিন জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে। এদের মধ্যে সদরপুর উপজেলার নিখোঁজ দুজনের পরিচয় জানা গেছে তারা হলেন পিয়াজখালী এলাকার দুই চাচাতো ভাই রুবেল ব্যাপারী(২৫) ও শহীদুল ব্যাপারী(২২)।

[৫] ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মানিক রায় গণমাধ্যমকে বলেন, সকালে উপজেলার আকটের ইউনিয়নের শয়তানখালীর পদ্মা নদীর ঘাট এলাকা থেকে ছোট্র একটি ট্রলারে ২৬ জন কৃষি শ্রমিক ১৭ বিঘা জমির বাদাম তুলতে দিয়ারা এলাকার চরের দিকে রওনা দেয়। এরপর ট্রলারটি মাঝ পদ্মা নদীতে গিয়ে ডুবে যায়। এসময় ট্রলারের অন্য যাত্রীরা তীরে উঠে আসলেই সদরপুরের দুইজন ও চুয়াডাঙ্গা জেলার তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছে। সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকার্তা পূরবী গোলদার ঘটনা স্থল পরিদর্শন করেন।

[৬] এব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান জানান, একটি ছোট্র টলারে চরের বাদাম তুলতে যাবার পথে নদীতে নৌকাটি ডুবে যায়। নদী সাতরে ২১ জন পারে উঠে আসতে পারলেও ৫জন শ্রমিক নদীতে তলীয়ে যায় । এঘটনার পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকবাসীদের নিয়ে উদ্ধার তৎপরতা চালালেও ৫জনকে পাওয়া যাচ্ছে না। এখন মানিকগঞ্জ থেকে তিন জনের একটি ডুবরি দল এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেবে।

[৭] এদিকে ট্রলার ডুবিতে নিখোঁজের স্বজনদের আহাজারীতে নদী তীরের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়