শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেট ভাবনা জানাবে বিএনপি

ডেস্ক রিপোর্ট : [২] আগামী ১১ জুন ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণার আগেই সরকারের উদ্দেশে দলীয় কিছু চিন্তাভাবনা তুলে ধরবে বিএনপি। করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর দলের পক্ষ থেকে যে অর্থনৈতিক প্যাকেজ প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেই প্রস্তাবনা সামনে রেখেই বাজেট নিয়ে কিছু ভাবনা জানাবে বিএনপি। এতে করোনাভাইরাসের কারণে সৃষ্ট চলমান পরিস্থিতি ও তার পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং সংকটগুলোকে চিহ্নিত করে এর সম্ভাব্য সমাধানের পথও তুলে ধরা হবে। দলের স্থায়ী কমিটি ও দায়িত্বশীল একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

[৩] বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতা জানান, আসন্ন প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট ঋণনির্ভর হবে। একইসঙ্গে স্বাস্থ্য, শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে বাজেট প্রণয়নের পরামর্শ থাকলেও সুসমন্বিত কর্মকাঠামোও ঠিক করে দেওয়ার প্রস্তাবও থাকবে বিএনপির ভাবনায়।

[৪] জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা একটা বাজেট ভাবনা দেবো। বাজেট কী রকম হওয়া উচিত, সেটার একটা প্রস্তাব থাকবে। বাজেটের আগেই আমরা তা জানাবো।’

[৫] সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা করোনাভাইরাস সংক্রমণের শুরুতেই একটি আর্থিক প্যাকেজ প্রস্তাব করেছিলাম। এটার পরিপ্রেক্ষিতেই বাজেটে কী থাকা উচিত, কী থাকবে, সমস্যাগুলো কোথায়, সেগুলোর সংক্ষিপ্ত ব্রিফ আমরা করবো।’

[৬] গত ৪ এপ্রিল বিএনপির প্রস্তাবিত আর্থিক প্যাকেজ পর্যালোচনা করে দেখা গেছে, দলটির পক্ষ থেকে সরকারের উদ্দেশে তিনটি প্রস্তাব দেওয়া হয়। এতে বলা হয়, শাটডাউন প্রত্যাহার হলে নতুন করে একটি সংশোধিত আর্থিক প্যাকেজ প্রদান করতে হবে, যেন সব সেক্টরের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণ ছুটির আগের স্তরে ফিরে আসতে সক্ষম হয়। এই প্রস্তাবে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে তিনটি পরিকল্পনা দিয়েছিল বিএনপি। দীর্ঘমেয়াদি প্রস্তাবে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল— বৃহত্তর জাতীয় স্বার্থে বাংলাদেশ ব্যাংককে তাদের মৌলিক ভূমিকায় ফিরে এসে বিধ্বস্ত ও বিশৃঙ্খল অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থায় যথাযথ শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এজন্য আর্থিক, ব্যাংকিং ও কর ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে। স্বল্প ও দীর্ঘ মেয়াদি কাঠামোগত নীতি গ্রহণ করতে হবে। প্রবাসী শ্রমিকদের সহজ শর্তে আর্থিক সহযোগিতা দিয়ে তাদের কর্মসংস্থানের দিকে মনোযোগ দিতে হবে।

[৭] মহামারি মোকাবিলায় যথাযথ সক্ষমতা গড়ে তুলতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল, পরীক্ষা কীট, পিপিই, ভেন্টিলেটর, আইসিইউ ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংবলিত পর্যাপ্ত সংখ্যক পৃথক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। এরা যুদ্ধাবস্থার মতো যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকবে। দেশে ভবিষ্যতে সরকারি/বেসরকারি উদ্যোগে ভেন্টিলেটর নির্মাণ শিল্প গড়ে তুলতে হবে। এছাড়া, ইউনিভার্সাল হেলথ কেয়ার নিশ্চিত করার লক্ষ্যে যে বিপুল বিনিয়োগ প্রয়োজন, তা বাস্তবায়নে স্বাস্থ্য খাতের বরাদ্দ ‘বিএনপি ঘোষিত ভিশন-২০৩০’ মোতাবেক জিডিপির ৫ শতাংশে উন্নীত করতে হবে।

[৮] তবে সরকারের একাধিক সূত্রে আভাস পাওয়া গেছে, আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতে বাজেট বাড়বে চলতি অর্থবছরের তুলনায়। যদিও তা জিডিপির হিসাবে কত হবে, সেটা স্পষ্ট নয়।

[৯] বিএনপি-জামায়াত জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মে মাসে একটি অনলাইন সভায় জানিয়েছেন, তারা ক্ষমতায় এলে স্বাস্থ্য বাজেট জিডিপির ৫ শতাংশের বেশি বাড়ানো হবে। শুক্রবারও (৬ জুন) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি প্রত্যাশা করি, স্বাস্থ্য সেক্টরে যে অবহেলা আছে, সেগুলো দূর করতে হবে। এ খাতে বাজেট বাড়াতে হবে। বর্তমানে এই খাতে বিনিয়োগের অভাব প্রকাশিত। বিনিয়োগ বাড়াতে হবে স্বাভাবিক কারণেই।’

[১০] বিএনপির দায়িত্বশীলরা বলছেন, এবারের বাজেটে সাধারণ মানুষের ক্ষোভ প্রশমনের কাজটিও করতে হবে একইসঙ্গে। বিশেষ করে আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক মহামন্দার কথা যেভাবে বলা হচ্ছে, পরিস্থিতি যদি সেদিকেই যায়, সে বিষয়টিকে আমলে নিয়ে রাজস্ব খাত বাড়ানোর প্রয়োজন হতে পারে। একইসঙ্গে ঋণও করতে হবে বাংলাদেশকে।

[১১] তবে রাজস্ব বাড়ানোর প্রস্তাব বিএনপির পক্ষ থেকে সরাসরি করা নাও হতে পারে— এমন ইঙ্গিত মিলেছে দলটির একনেতার তরফে।

[১২] বিএনপি ঘরানার অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ মনে করেন, আগামী অর্থবছরের বাজেট হবে প্রচণ্ড রকমের ঋণনির্ভর বাজেট। বিএনপিকে নানা সময়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। দলটির বাজেট ভাবনায়ও এর প্রতিফলন থাকবে, এমনটি জানিয়েছেন বিএনপির উচ্চ পর্যায়ের একনেতা।

[১৩] অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ বলেন, ‘আমাদের বাজেট কখনোই ঋণ থেকে মুক্ত ছিল না। মিনিমাম ৫ ভাগ ঋণ থেকে পাবো আমরা। ঋণ হবে ব্যাংক থেকে আর বিদেশি সাহায্যকারী যারা তারা। দুইটা মিলে ওই পাঁচ পার্সেন্ট হবে।’

[১৪] তিনি বলেন, ‘করোনা মহামারি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আসল সংকট, সেটা সমাধান করে মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং বাজেটে সেটার প্রতিফলন থাকতে হবে। স্বাস্থ্য খাতে ১০ হাজার কোটি টাকা দিয়ে দিলাম— সেটা বললে হবে না। স্বাস্থ্য খাতে সত্যিকার অর্থে আপনি কী করতে চান, এটা একটা সুনির্দিষ্ট- সুচিন্তিত ও সুসমন্বিত কর্ম কাঠামো থাকতে হবে।’

[১৫] তিনি আরও বলেন, ‘আপাতত স্বাস্থ্য খাত যে বিপদের মধ্যে পড়ে গেছে, সেখান থেকে উদ্ধার করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্যসহ এ ধরনের খাতের জন্য সহায়ক বাজেট দিতে হবে। এটাও জানি, এ সরকারের কাছে কোনও টাকা নাই। রাজস্ব আদায় যেটা হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। অনেকে পরামর্শ দিচ্ছে, বাংলাদেশ ব্যাংককে টাকা ছাপাতে। কিন্তু মুদ্রা ছাপানোর মতো সময় হয়নি, অবস্থাও সৃষ্টি হয়নি। সরকার ঋণ গ্রহণ করবে, যত রকম উপায় আছে, সেটার ব্যবস্থা করা। দেশে এবং বিদেশে যেটা পাবে— সেটা দিয়ে সামনের বছরটা সামাল দেবে।’

[১৬] মাহবুবউল্লাহ বলেন, ‘অনেকেই বলছে, আমাদের বিশ্ব ২০৩০ সালের মধ্যে একটা অর্থনৈতিক মন্দার দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র খুব বেশি আগাতে পারবে, তা পারবে না। সামনের দিকে কীভাবে রাজস্ব বাড়ানো যায় সেদিকে চিন্তা করতে হবে। যেটা ট্যাক্স দিয়ে পূরণ করতে পারবো না, সেটা ঋণ দিয়ে পূরণ করার চেষ্টা করবো। স্বাস্থ্য ও শিক্ষা খাতকে আলাদা আলাদা করে গুরুত্ব দিতে হবে। গার্মেন্টস-সহ রেমিট্যান্স বিশ্ববাজারে কতটা স্থান তৈরি করতে পারে, তার জন্য সহায়তা ইত্যাদি ব্যবস্থা রাখতে হবে।’

[১৭] বিএনপির সূত্র বলছে, আগামী বৃহস্পতিবার (১১ জুন) বাজেট পেশ করার আগেই সপ্তাহের মাঝামাঝি এ সংক্রান্ত ভাবনা তুলে ধরবে বিএনপি।বাংলা ট্রিবিউন, ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়