মনজুর অনিক: অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।
শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে এসআই গৌতম তেওয়ারি ও এএসআই হেমায়েত উদ্দিন পিপিএম এর নেতৃতে বৃহস্পতিবার রাতে মৌচাক মাদ্রাসা রোড এলাকায় শাফায়েত হোসেন চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আশরাফ আলী (৩৯), মুক্তা (২৯) ও জায়েদুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে। পরে ঘর তল্লাশি চালিয়ে ১ হাজার বোতল ফেনসিডিল পাওয়া হয়।
এসব ফেনসিডিল লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশেপাশের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।