শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসা কলিম মুকুল : হয়তো হার্ড ইমিউনিটিই ভালো, হয়তো কোটি কোটি প্রাণ যাবে, হয়তো তবুও ভালো!

 

এতো প্রাণকে মরতে হবে তবে কোন মহতের তরে? নাম তার অর্থনীতি। তাকে বাঁচাতে হবে। আহা। কী মহান নীতি তিনি। কী মহান নীতি? ফসলে আর প্রেমে বেঁচে থাকার সহজ (লালন ফকিরের সহজ, বধংু নয়) যাত্রাকে জটিল করে যা তাই তো অর্থনীতি? মানুষকে ভূমিহীন করে যা, ভূমিহীন রূপে শিশুর জন্ম নেয়াকে স্বাভাবিক রূপে মেনে নিতে শেখায় যে- সেই তো অর্থনীতি? ফসল সৃষ্টির সুকঠোর সৌন্দর্য হতে জীবনকে বিচ্ছিন্ন করে যে সেই তো অর্থনীতি, আহা! ঘেমে নেয়ে ওঠা শরীর হতে গামছার স্পর্শসুখকে, হাতপাখা ও চৈত্রের ঝিরি ঝিরি হাওয়াকে, নদীর জল এবং বট কিংবা আমগাছের ছায়াকে নাকচ করে এয়ারকন্ডিশন ভবনকে প্রতিষ্ঠা করেন যিনি- তিনিই তো অর্থনীতি। পুরো পৃথিবীটা আপনার এবং সকলের না করে পৃথিবীর অনেকটাকে ঘেরা দিয়ে ব্যক্তিগত করে তোলার প্রক্রিয়াকে মহত্ব দেন যিনি- তিনিই অর্থনীতি। ইনাকে বাঁচাতেই হবে করোনার সংক্রমণ হতে, বাঁচাতে হবে জীবন দিয়ে।
জানা গেছে, অর্থনীতি মহোদয় হে, জান নেই তোমার। জান যে দেবো, সে জান গ্রহণ করতে তুমি অক্ষম। মৃত মানুষেরা অযথাই তোমার দাসত্ব করে মরে। তাদের কেউ অতিপুষ্টি এবং অতিপ্রেম রোগে দম বন্ধ হয়ে মৃত, কেউ মৃত অপুষ্টিতে- ভূমিহীন তারা, জমির এবং জীবনের দলিল নেই, দলিলের পিছন পিছন দৌড়াতে দৌড়াতে মৃত। হায়! মৃতরা কেন যে দৌড়ে মরে মৃত্যুরে ধরবার আশায়। অস্তিত্ব নাইপ্রায় হয়ে যাওয়া জম্বি মানুষেরা অর্থনীতির জম্বিত্বকে বাঁচিয়েই ছাড়বেÑ উনিশ-কোভিডের কালে এই হলো অঙ্গীকার মহান। অথচ জীবন জড়িয়ে আছে নিষ্কাগজ ফসলের মাঠে, নড়ে চড়ে হাতের কাছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়