শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সওগাত আলী সাগর : স্বাস্থ্য বলতে কিন্তু কেবল ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন পাওয়াই নয়, তার চেয়ে বেশি কিছু

সওগাত আলী সাগর

কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের জাতীয় বাজেট ঘোষিত হবে। সেই বাজেটে স্বাস্থ্যখাত কতোটা গুরুত্ব পাবে সেটি কি সরকার আপনাদের বলেছে? কোন কোন বিষয়গুলো সরকার গুরুত্ব দিয়ে ভাবছে, স্বল্পমেয়াদে, দীর্ঘমেয়াদের পদক্ষেপগুলো কী হবে- তা কি আপনি জানেন? একটি বিশ্ব মহামারী চলাকালে রাষ্ট্রের যে বাজেট হয় সেই বাজেটে নাগরিকদের স্বাস্থ্যটাই তো গুরুত্ব পাওয়ার কথা। স্বাস্থ্য বলতে কিন্তু কেবল ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন পাওয়াই নয়, তার চেয়ে বেশি কিছু। কিন্তু ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশনটাই যাতে আপনি নির্বিঘেœ পেতে পারেন- তার কতোটা নিশ্চয়তা থাকবে- আগামী বাজেটে? এই সব কথা কেউ আপনাদের বলছে না, কেউ আপনাদের বলবেও না। আপনাদের নিজেদেরই বলতে হবে। স্বাস্থ্যখাতে কি বরাদ্দ হচ্ছে, কোনো খাতে বরাদ্দ হচ্ছে, ব্যয় পরিকল্পনাটা কিভাবে করা হয়েছে- এগুলো নিয়ে কথা বলা, প্রশ্ন তোলা না হলে আপনার কেবল স্বপ্নের প্যারিস।
২. ‘আমার দেশের নাগরিকদের সুস্বাস্থ্য নির্ভর করছে বিশ্বের প্রতিটি দেশের প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্যের উপর।’- কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কথা এটি। তিনি বললেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন বের হলে সেটি যাতে বিশ্বের সব দেশের নাগরিকরাই পেতে পারে সেটি নিশ্চিত করতে হবে। বিশেষ করে উন্নয়নশীল এবং দরিদ্রদেশগুলোর ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উদ্যোগে আয়োজিত বিশ্বের ৫০টি দেশের সরকার প্রধানদের নিয়ে আয়োজিত সম্মেলনে জাস্টিন ট্রুডো এই বক্তব্য রাখেন। করোনা ভাইরাসের ভ্যাকসিন বের হলে দরিদ্র দেশগুলো যাতে সেই ব্যাকসিন পেতে পারে তা নিয়ে আলোচনা করতেই এই সম্মেলন ডাকা হয়েছিলো বলে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র বলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এতে বক্তব্য রাখেন। উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে ১০ বিলিয়ন ডলারের একটি তহবিলও গঠন করা হয়েছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়