শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবদুন নূর তুষার : বিপদের মুখে উটপাখি হয় লড়ে অথবা দৌড় দিয়ে সরে যায়

আবদুন নূর তুষার

উটপাখি বালুঝড়ের সময় ভয় পেয়ে বালুতে মুখ গুঁজে থাকে। আমরা ভাবি এটা বোধহয় বোকামি। এটার পুরোটাই ভুল জানি আমরা। উটপাখি সারাদিনে বহুবার বালুতে মুখ গুঁজে। এটাই তাদের নেস্ট যেখানে তারা ডিম পাড়ে এবং বালুঝড়ের সময় ডিম বাঁচাতে সে সেখানে মাথা গুঁজে হয়তো। কিন্তু বিপদের মুখে উটপাখি হয় লড়ে অথবা দৌড় দিয়ে সরে যায়। তার গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। উটপাখি তাই মুখ লুকায় না, সাবধান হয়। ডিম বাঁচানোর জন্য মুখ গুঁজে। কিন্তু বিপদ বেশি হলে জোরে দৌড় দেয়। এটাও তার সাবধানতার অংশ। অর্থাৎ সে কোনো বিপদকে অস্বীকার করে না। সে যখন যা দরকার সেটা করে। প্রকৃতপক্ষে বাগধারায় আমরা উটপাখির শারিরীক ভঙ্গটিকে উদাহরণ হিসেবে ব্যবহার করি, মাথাগোঁজার কারণটিকে না। তাই কেবল মাথাগোঁজা শিখি, কিন্তু সেটা দিয়ে কোনো কাজ হয় না। কেবল চক্ষুকর্ণ বন্ধ হওয়া ছাড়া। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার অবস্থানকে ভালোবেসে ফেলা। তার অবস্থান টিকিয়ে রাখার জন্য সে অস্বীকারের সংস্কৃতি তৈরি করে। এই অবস্থান হলো তার বড় সাধের উটের ডিম। এই ডিম বাঁচাতে সে মাটিতে মুখ গুঁজে। অস্বীকারের সংস্কৃতি বিরাট বিপদ। সুইডেন মডেল, সুইডেন মডেল বলে মুখে ফেনা তুলে ফেলেছিলেন কিছু লোক।
সুইডেনের প্রধান রোগতত্ত্ববিদ প্রকাশ্যে স্বীকার করেছেন যে তিনি ভুল করেছিলেন। সব খুলে রেখে তিনি মানুষকে বিপদগ্রস্ত করেছেন। কেন ভুল স্বীকার করলেন? কারণ ভুল স্বীকার করলে ভুল শুধরানো যায়। যারা ডিনায়ালে থাকেন তারা কেবল সেই ভুলকে প্রতিষ্ঠা করার জন্য আরেকটা ভুল করেন। উটপাখি হলে, তার কাছ থেকে প্রকৃত সাবধান হওয়াটা শেখেন, কেবল মুখ বালুতে গোঁজা শিখলে চলবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়