শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৩:৪৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ড থেকেই শুরু হচ্ছে ‘কোভিড নাইনটিন বদলি ক্রিকেটার’

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজেই ‘কোভিড নাইনটিন বদলি ক্রিকেটার’ নামানোর অনুমোদন দিতে পারে আইসিসি। নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলে জানালেন, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড পরিচালক স্টিভ এলওয়ার্দি। উইন্ডিজের পর এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ডকেও পাওয়ার আশা করছে ইংল্যান্ড।

[৩] আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরছে ৮ জুলাই। সাদা পোষাকে খেলতে নামবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। কোভিড নাইনটিন আতঙ্কের মধ্যেও ইংলিশদের চেষ্টার কমতি নেই। মোকাবিলা করতে হচ্ছে বহু চ্যালেঞ্জ । শুরুতে নানা শঙ্কা থাকলেও ক্যারিবীয়রা খেলতে আসছে। দলও ঘোষণা করেছে। যদিও তিন ক্রিকেটার সফরে আসতে রাজি হয়নি। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভাবতে হচ্ছে অনেক কিছু। -ডেইলিস্টার

[৪] খেলা হবে ক্লোজ ডোর। কিন্তু ক্রিকেটারদের সুরক্ষিত রাখতে আলোচনা হয়ে আসছিলো বদলি খেলোয়াড় নামানোর ব্যাপারটি। দাবি করে আসছিলো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত একটা সুখবরের ইঙ্গিত পাওয়া গেছে। আইসিসি এখনো কিছু না বললেও ইসিবির এক বোর্ড কর্তা জানাচ্ছেন, ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সিরিজেই চালু হতে পারে কোভিড নাইনটিন বদলি।

[৫] ওয়েস্ট-ইন্ডিজ সফর করছে এটা নিশ্চিত সব পক্ষ থেকে। তারপরও কিছুটা শঙ্কাতো থাকেই। সেজন্য প্রতিনিয়ত উইন্ডিজ বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছে ইসিবি। ক্যারিবীয়রা আসবে চার্টার্ড বিমানে করে। সেটা নিয়েও আলোচনা হচ্ছে। একইসঙ্গে ভাবতে হচ্ছে পরবর্তী সিরিজগুলো নিয়েও। ইংল্যান্ড আশা করছে, উইন্ডিজের মতো অন্যরাও সফর করবে।

[৬] এফটিপিতে থাকা সিরিজগুলো সফল করতে প্রতিপক্ষ বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ইসিবি। - সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়