শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ০৬ জুন, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আইপিএলের চেয়ে পিএসএল এগিয়ে আছে : ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক : [২] টাকার ঝনঝনানি আর লাস্যময়ী ক্রিকেট উপহার দিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ধীরে ধীরে পথ চলতে শুরু করে গ্ল্যামার্স বাড়িয়েছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। তবে কোনো কোনো ক্ষেত্রে পিএসএল আইপিএলের চেয়ে এগিয়ে বলে মনে করেন ওয়াসিম আকরাম। খবর : ক্রিকফ্রেঞ্জি।

[৩] পাকিস্তানের এই কিংবদন্তী পেসার জানিয়েছেন, গত কয়েক বছরে অনেক বিদেশি খেলোয়াড়কে তিনি জিজ্ঞেস করেছেন আইপিএল আর পিএসএলের মধ্যে বোলিংয়ের দিক দিয়ে পার্থক্য কি? তারা বড় একটা পার্থক্যের কথা উল্লেখ করেছেন।

[৪] ওয়াসিম আকরাম বলেন, আমি গত কয়েক বছরে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে জিজ্ঞেস করেছি, বোলিংয়ের দিক দিয়ে আইপিএল আর পিএসএলের মধ্যে পার্থক্য কী? তাঁরা সবাই আমাকে বলেছে বোলিং-মানের দিক দিয়ে আইপিএলের চেয়ে পিএসএল এগিয়ে আছে।

[৫] বোলিং শক্তির দিক দিয়ে পিএসএলের প্রতিটি দলই অনেক এগিয়ে বলে বিশ্বাস আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের এই বোলিং কোচের। তিনি বলেন, 'আইপিএলের প্রত্যেকটা দলেই অন্তত একটা বোলার থাকবেই, যাকে ব্যাটসম্যানরা পেটাতে পারে। পিএসএলে অমনটা বলা যায় না। যদিও আইপিএলের সঙ্গে পিএসএলের কোনো তুলনা উচিত নয় বলেই মনে করেন তিনি।

[৬] ওয়াসিম বলেছেন, আইপিএলের সঙ্গে পিএসএলের তুলনা করা ঠিক না। পিএসএল শুরু হয়েছে পাঁচ বছর হলো। এর মধ্যে মাত্র একবার পাকিস্তানের মাটিতে হয়েছে এই টুর্নামেন্ট। আমরাও বুঝতে পেরেছি পাকিস্তানের জন্য এই টুর্নামেন্টটা কত গুরুত্বপূর্ণ। তবে আমার মতে বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এখন পিএসএল। গত এক যুগ ধরে আইপিএল চলছে। তাদের অভিজ্ঞতাও বেশি। অনেক অর্থের ছড়াছড়ি সেখানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়