শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ০৬ জুন, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ : সংক্রমিত হয়ে সুস্থ্য হওয়ার পর আবারও সংক্রমিত হয়েছে

লাইজুল ইসলাম : [২] কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর অনেকেই সুস্থ্য হয়ে বাসায় আছেন, অনেকে আবার অফিস শুরু করেছে। এক্ষেত্রে পরপর দুই বার নেগেটিভ আসার পরও কোয়ারেন্টাইনে থাকছেন রোগীরা অন্তত ৭ দিন। এরপর ঘর থেকে বের হওয়ার অনুমতি মিলছে।

[৩] দেশে এমন অনেক রোগী পাওয়া গেছে যারা সংক্রমিত হওয়ার পর চিকিৎসা করে সুস্থ্য হয়েছেন। তারা আবারও সংক্রমিত হয়েছেন। আবারও ১৪ দিনের আইসোলেশনে যেতে হয়েছে রোগীদের।

[৪] এই অবস্থায় যারা করোনা রোগী থেকে সুস্থ্য হয়েছেন তাদের করনিয় কি? স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলাতানা বলেন, বিশ্বের অন্যান্য দেশে এমন প্রচুর রোগী পাওয়া গেছে যারা কোভিড সংক্রমিত হওয়ার পর ২য় বার সংক্রমিত হয়েছেন। তাই করোনা ২য় বার হবে না এমন কথা বলা যাবে না। তাই সবাইকে সাবধানে থাকতে হবে।

[৫] এ বিষয়ে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোস্তাক হোসাইন বলেন, আমাদের দেশের বিভিন্ন এলাকায় এই ধরনের রোগী আছে। শরিরে মৃত কোভিড ভাইরাস আবারও জীবিত হতে পারে। তবে ২য় বার সংক্রমিত হলেও রোগ বেশি ছড়ায় না। প্রথম বারের মত সংকটাপন্ন করে তুলতে পারে না।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সহযোগি পরিচালক আয়শা আক্তার বলেন, ২য় বার সংক্রমিত আমাদের দেশে যারা আছেন তারা খুব খারাপ অবস্থায় নাই। তবে ২য় বারে সংক্রমিত হলে কি অবস্থা হবে তা এখনো বলা যাচ্ছে না। এটার কোনো গবেষনা নাই। তাই যারাই সংক্রমিত হয়ে সুস্থ্য হচ্ছেন তাদেরও শতর্ক থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়